দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৬৮ বছর। কিন্তু ওই গণহত্যার জন্য দায়ী জীবিত নাৎসিদের এখনো খুঁজে বের করার চেষ্টা করছে ইহুদিদের একটি সংগঠন। আর এ জন্য জার্মানিতে পোস্টার প্রচারণা শুরু করেছে তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি সংগঠন 'দ্য সাইমন উইজেনথাল সেন্টার' সম্প্রতি জার্মানিতে অভিনব কায়দায় শুরু করেছে এ প্রচারণা। ধারণা করা হচ্ছে, অন্তত ৬০ জন নাৎসি এখনো জীবিত রয়েছেন। তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে এ প্রচারণা চালাচ্ছে সংগঠনটি। এর প্রধান ইফ্রেইম জুরোফ জানান, জার্মানিতে এখনো ৬০ জন নাৎসি সদস্য জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। জুরোফ দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যে যুদ্ধাপরাধ করেছে তার জন্য বিচারের মুখোমুখি হতে তারা শারীরিকভাবে যথেষ্ট সক্ষম। ইহুদিদের ওই সংগঠনটি জার্মানিতে নাৎসি জীবিত আছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে এসব পোস্টারের মাধ্যমে জনগণকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জার্মানির অনেক শহরেই এসব পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। পোস্টারের স্লোগান হচ্ছে, 'অনেক দেরি হয়েছে, তবে সময় এখনো পার হয়ে যায়নি। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।