আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তনে প্রকাশের জন্য লেখা আহবান

I realized it doesn't really matter whether I exist or not.

বাংলা ভাষাকে অনলাইন জগতে আরো একধাপ এগিয়ে নেবার লক্ষ্যে বিবর্তন এর কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছু দিন আগে। এই মুহুর্তে বিবর্তনে খুবই অল্পসংখ্যক লেখা প্রকাশিত আছে। কারণ, বিবর্তনের বিজ্ঞাপন বিভাগের কার্যক্রম এখনও শুরু হয়নি এবং সব কার্যক্রম এখনো গুছিয়ে উঠতে পারেনি। বিবর্তন-এর কার্যক্রম মূলত আজকের নয়। বেশ কিছু মাস আগেই বিবর্তনের প্রথম প্রকাশ হয়েছিল।

তখন আমরা বেশ কিছু সক্রিয় লেখক পেয়েছিলাম যাদের মধ্যে কেউ কেউ সামহোয়্যার ইন ব্লগেও ব্লগিং করতেন (যেমন ধূসর গোধূলী)। কিন্তু মাঝখানে অনিবার্য কারণবশতঃ আমাদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। কালের বিবর্তনে আবারও ফিরে এসেছে বিবর্তন। বাংলা ভাষার টানে, বাংলা ভাষার মায়ায়। আবারও শুরু হয়েছে বিবর্তনের কার্যক্রম, সম্পূর্ণ নতুন আঙ্গিকে, সম্পূর্ণ নতুন রূপে।

এবার আমাদের কনসেপশন ভিন্ন। লেখকগণ ডাকযোগে বা অন্য কোন উপায়ে লেখা পাঠাবেন, আর আমরা তাদের লেখা অনলাইনে বিবর্তনের প্রকাশ করব। একজন লেখক চিঠির মাধ্যমেও লেখা পাঠাতে পারেন, কিংবা ই-মেইলও করতে পারেন। লক্ষ্য করুন, যারা ই-মেইলে লেখা পাঠাতে চান, তারা অনুগ্রহ করে অভ্র কীবোর্ড বা অন্য কোন ইউনিকোড সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার ব্যবহার করে লিখবেন। এবং লেখার পিডিএফ না পাঠিয়ে এমএস ওয়ার্ডেই পাঠাবেন।

কেননা বিজয়ে লিখলে আপনার লেখা প্রকাশে অনেক দেরী হতে পারে। এখানে ক্লিক করে অভ্র পোর্টেবল ডাউনলোড করে ইউনিজয় সিলেক্ট করে নিন। আপনি আপনার বিজয়ের ষ্টাইলেই লিখতে পারবেন। Click This Link বর্তমানে বিবর্তনে প্রকাশের জন্য সকল ব্লগারদের কাছে লেখা আহ্বান করা হচ্ছে। আপনার লেখা আমাদের দিন, প্রকাশ করুন বিবর্তনে, এবং বাংলা ভাষাকে আরো একধাপ এগিয়ে নেয়ায় সাহায্য করুন।

বিবর্তনঃ http://bn.biborton.com বিবর্তনের ওয়েবসাইট ভিজিটের জন্য অনুগ্রহ করে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.