যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আর সেই সাথে পরিবর্তন হচ্ছে মানুষের মনের চিন্তা ভাবনা। এক যুগ থেকে আর এক যুগের এই চিন্তা ভাবনা এতটাই দ্রুত পরিবর্তিত হচ্ছে যে তাল মিলানো সম্ভব হয় না মাঝে মাঝে। এই পোস্ট এ সেরকমই কিছু চিন্তা ভাবনা আপনাদের কাছে শেয়ার করবো। এতে থাকবে গত ২০ বছর আগে কি রকম ছিল ছেলেমেয়েদের চিন্তা ভাবনা, আচার আচরণ, কাজ কারবার।
অন্যদিকে এর ঠিক ১০ বছর পর কি রকম আর বর্তমানে কি রকম চলছে তা নিয়ে।
২০ বছর আগে
•পড়াশোনা ছাড়া কিছুই হবে না।
•আমার তো কোন চাচা মামা নাই যে চাকরি দেবে!!
•উফফফ!! এখনই পড়তে বসি। আব্বা আসছে।
•বেশি রাত করে বাসায় যাওয়া যাবে না।
আম্মা বকবে।
•আমি যাকে ভালবাসি বাসায় তার কথা বলতে ভয় লাগছে। যদি মেনে না নেয়।
•আমি যে সিগারেট খাই এটা কাউকে বলিস না । আর আব্বা কিংবা আম্মা যেন না জানে।
•বাবা মাকে ছেড়ে থাকতে ইচ্ছা করে না। তাই বিদেশ যাওয়া সম্ভব না।
•রবীন্দ্রনাথ এর শেষের কবিতা আমার খুব প্রিয়।
•দেশের জন্য কিছু করতে হবে।
•একুশে বইমেলায় এবার ২ টা বই বের করেছি।
•টি এস সি তে যাচ্ছি। বন্ধু সমিতির সভা আছে।
•ঢাকা আমার ঢাকা। বড়ই সুন্দর শহর। যানজট নাই কোনো।
•বিয়ে করে চাকরি করবো না। সংসার করবো। একসাথে সবার সাথে থাকবো।
•ইয়াবা কি জিনিস!!! কোন রকম মাদক আমরা খাই না।
•বি সি এস এ টিকতে পারলে আর কিছু লাগে না।
•টাকা পয়সার জীবনের সবকিছু না।
•এমন একটা বউ দরকার যার মনের সৌন্দর্যটাই আসল।
•বিয়ের পর প্রেম করবো বউয়ের সাথে এর আগে প্রেম নয়।
১০ বছর আগে
•পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে
•মামা চাচা ছাড়া চাকরি হয় না আজকাল
•চাকরি যেন সোনার হরিণ
•আম্মাকে না বলেই আজ ঘুড়তে বের হবো
•এখন পড়তে বসবো না। আব্বা আসার আগে আগে বসবো।
•ইসস!! অংক পরিক্ষায় মাত্র ২৩ পাইলাম। যাই হোক, আব্বাকে দেখাবো না। ফলাফল দিলে অন্ন কাউকে নিয়ে যাবো ফলাফল নিয়ে আসার জন্য।
•সিগারেট একদিন না খেলে আমার গলা কেমন জানি করতে থাকে।
•সেদিন এক বন্ধুর সাথে গিয়েছিলাম তার বাড়িতে।
আমি প্রথম সেদিন গাঞ্জা খেলাম।
•সে আমাকে ভালবাসে না। এ জীবন আর রাখতে চাই না।
•বন্ধুরা আজ আসবে। বার-বি-কিউ হবে আমার বাসার ছাদে।
•আমার ক্লাস এর একটা মেয়ে আছে। যা জোস না!!!
•বি সি এস দিয়ে কি হবে?? আমি টেলিকম কোম্পানী তে চাকরি করবো।
•টাকা ছাড়া জীবন চলে নাকি।
•আনিসুল হক আমার প্রিয় লেখক।
•চুল বড় না হলে টম ক্রুজ লুক হবে না।
•বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়.. বুকটা ফাইটা যায়।
•টি এস সি তে যাচ্ছি। ডেটিং আছে
•আমার প্রিয়ার কাছ থেকে পাওয়া প্রথম চুমু। রেখেছি সজোতনে।
•এমন একটা বউ দরকার যার চেহারা হবে অসাধারণ।
মোটা নয় হবে চিকন।
•আকাশের ওই মিটিমিটি তারার সাথে কইবো কথা... নাইবা তুমি এলে...। ।
বর্তমানে
•হেই ইয়ো, whats up dude?
•বস!! জটিল কইলেন।
•হেই baby, লুকিং হট !!
•ব্রো, আজকে আমার কাজ আছে।
তাই আসতে পারবো না।
•উফফফ!! Study!! It’s boring!!
•আমি পড়া লাগে না। পরিক্ষার সময় জাস্ট চোখ কান খোলা রাখলেই হয়।
•ইয়াবা খাইলাম আজকে। মাম্মা!! খাইলেই বুঝতা।
•মাম্মু ছাড়া চাকরি হয় না। সাথে কিছু টাকা পয়সা লাগবে।
•এই দেশে থেকে কি হবে? ম্যারিকা চলে যাবো।
•Hey s...y, give me a k..s.
•আজকে আমার জানকে নিয়ে একটা বার এ যাবো।
•মামা, আমি একবারে ৩/৪ পেগ খাইতে পারি।
তুমি?
•আজকে রাতে আমাদের ইউনিভার্সিটিতে DJ show আছে।
•চলে গিয়েছো তাতে কি!! আরো একটা পেয়েছি।
•টাকা পয়সা হাতের ময়লা।
•টাইট জিন্স এ তোমাকে যা লাগে না!!!
•মাম্মা, ওই চিপায় যাই চল।
•ভালোবাসা To-let
এভাবে করেই প্রতিনিয়ত আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে।
যা ভবিষ্যতে আরো বদলে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।