আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়ের বেলায়

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

হারিয়ে যাওয়ার আগে শেষ বিদায়ের দিনে, শুধু একটি বার ফিরে পেতে চাই প্রিয় সব বন্ধুদের আর সব আত্মীয়-স্বজনদের এছাড়া আমার চাওয়ার যে কিছুই নাই। নীল আকাশের নীচে হেঁটেছি আগেও তবু আজ কেন পা থেমে যায়, হাত কেন অবশ হয়ে যায়? এবুঝি কাউকে হারানোর ব্যাথা নাকি ছলনাগুলোর মায়ায় বাঁধা পড়তে চলেছি আবারও? খুব ছোট থাকতেই হারাতে শুরু করেছি আজ তাই নিজেই এর শেষ দেখতে চাই, চলে যাবার জন্য দ্বার তাই খুলেছি কিন্তু মনের জোর যে শূন্যের কোঠায়! গৎবাঁধা জীবন যে আমি কখনই চাইনি নতুনত্বের খোঁজ যে আমি পাইনি, অন্যের প্রয়োজনে ছাড়তে হয়েছে অনেক অধিকার কখনো বা ছিল না মুখ ফুঁটে বলার অবস্থা। ব্যাথায় কুঁকড়ে উঠে নিজেকে সামলে নিয়েছি কারোর সামনে দূর্বলরূপটা প্রকাশ করিনি, সেটাই বুঝি কাওল হলো আজ অন্যের মাথায় উঠছে যে আমার প্রাপ্য তাজ। আজ যে সবই লাগছে বৃথা মায়াটাই যে কেবল একমাত্র বাঁধা, বুঝছি না চলে যাবো নাকি দূর কোনো জনমানবহীন দেশে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।