আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়ের মাস ডিসেম্বর

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

মীর ভাই প্রতি বছরই দুই-একবার চাকরি ছেড়ে দেওয়ার প্লান করে। আবার প্রতি বারই ম্যানেজমেন্টের ঝাড়ি খেয়ে নতুন উদ্দোমে কাজ শুরু করে। এ বছর দেখছি মাস খানেক আগ থেকেই অন্যান্য বারের চেয়ে একটু বেশী জোড়ে চাকরি ছাড়ার নীল নক্সা করছে।

মীর ভাই এমনিতেই খুব অস্থির প্রকৃতির মজার মানুষ, ওনার এইসব কাজ কর্ম আমরা বেশী গুরুত্ব দেই না বরং ইনজয় করি। চাকরি ছেড়ে দেওয়ার কর্মকান্ডের অংশ হিসাবে গতকাল অফিসে এসেই ঘোষনা দিল বিজয়ের ডিসেম্বর মাস আমার জন্য বিদায়ের মাস। জানুয়ারী থেকে আমি অফিসে আসবো না, মার্চ মাস পর্যন্ত শুধু ঘুমাবো। [ আমি মনে প্রানে চাচ্ছি উনার প্লান যেন এবারো ভেস্তে যায়। অফিস সমৃতি : ০১ ডিসেম্বর ২০০৭ইং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।