একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
আবার মোদের সময় হল
বাঁজছে ছুটির ঘন্টা,
আর যাচ্ছে কেঁদে তোমারই টানে
মোদের অবুঝ মনটা।
তোমাকে ছাড়া পারিনি ভাবতে
জীবনের কোনো কক্ষ
অজস্র সুখে রেখেছো মোদের
দাওনি কখনো ব্যাথা।
ভালোবাসার-ই পরশে মোদের
রেখেছিলে তুমি মনে।
মায়ের মত দিয়েছ আদর
প্রতিদিন ক্ষণে ক্ষণে।
শিক্ষা দিয়েছো, মানুষ করেছো
দিয়েছো যে কত জ্ঞান,
জীবনে মোদের আলো দিয়েছো
নেই তার প্রতিদান।
তোমার কারনেই পেয়েছি বন্ধু
হবে না তো পর মায়া।
তাই, যাবার এ ক্ষণে তোমারই টানে
হৃদয়ে পড়েছে সাড়া।
১০টি বছর কাঁটিয়েছি মোরা
হাসি আর কান্নায়।
তোমার কাছে ক্ষমা প্রার্থনা
যদি হয়ে থাকে কোনো অন্যায়।
বিদায়ের সেই দিন এসেছে
হয়েছে সময় যাবার
তবুও থাকবে মোদের রক্তে মিশে
প্রানের উইলস লিটল ফ্লাওয়ার।
(আম্মাআআ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।