আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোৎস্না রাতে বদনা হাতে

আমিই সুপারহিট পোলা

শহুরে পোলা আমি, গ্রাম কখনোই ছিল না পছন্দের তালিকায়। জীবনের প্রথম অংশ দেশে, মাঝে ভিনদেশে এবং শেষে ফিরে আসি আবার দেশের টানে(কবিদের জীবনী পড়ে)। যাই হোক দেশের টানে ফিরে এলাম, প্লেন থেকে নেমে সোজা গ্রামের উদ্দেশ্যে বাসে উঠলাম, ভাবই অন্যরকম। কিছুক্ষন পরেই বুঝলাম, জীবনের সুখের দিন শুরু হয়ে গেছে। ৫ ঘন্টার রাস্তা যেতে লাগল ৯ ঘন্টা , জটিল সব অনুভূতি।

একেবারে ফাস্ট ক্লাস বাস। আমার সাথে আছে একটা ব্যাগ, হাতে একটা বই। বইটা না থাকলে হয়ত অনেক আগেই আবার রিটার্ন টিকিট কেটে আমি এতক্ষন আবার আকাশে রইতাম। আসলে এটা একটা চাপা , মসকরা করতে ইচ্ছা হচ্ছে দুখে । প্লেনের রিটার্ন টিকিট পাওয়া সম্ভব না, এইটাই ছিল মূল কারন।

যাই হোক, অল্প কিছু পথ অনেকক্ষণ পারি দিয়ে অবশেষে পৌছেছি গ্রামে, জটিল গ্রাম, সবার লগে যোগাযোগ করার জন্য যে মোবাইলটা আনছিলাম, সেইডার নেটওয়ার্ক একেবারে উপরে(নিচের দিক থেকে)। গ্রাম যে আরো অপরুপ কিছু উপহার আমাকে দেওয়ার জন্য অপেক্ষা করছে তা বুঝতে পারলাম, রাতে যখন পেটপুরে খাবার পরে পেটের ভিতর মোচড় দিল। ডাউনলোড করার জন্য বাড়ি থেকে বের হলাম, কিন্তু কোন সুন্দর জায়গা পাচ্ছিলাম না। পাশের ঝোপে গেলাম ডাউনলোড করার জন্য, তখনই দেখা একরূপবতী কন্যার সাথে, জিজ্ঞাসা করল এত রাতে আমি কি করছি? বললাম- এই তো । সামনের দিকে হাটতে থাকলাম।

দেখতে পেলাম এক ডাউনলোড এর স্থান। কিন্তু ততদূর যাওয়ার জন্য আর অপেক্ষা করতে না পেরে পাশের ধান ক্ষেতে নেমে ডাউনলোড করলাম, পরম শান্তি। ডাউনলোডের পর এলাম বদনা নিতে, কিন্তু বদনাতে পানি নেই। পানি নিতে কলপারে এসে দেখি চাপকল নষ্ট । না আর সহ্য হয় না, আমার নামের আর যশের প্রয়োজন নেই।

আমি গ্রাম ছাড়ই পর দিন ভোর হবার অনেক আগেই। বন্ধুরা আপনারা দেশ ছাড়বেন না, দেশ হচ্ছে পরম শান্তির স্থান, আমি সুপারহিট পোলা তো তাই গ্রামের এত আপডেট সবকিছু আমার সাপোর্ট করে নি, কিন্তু আপনারা তো আমার মত সুপারহিট না, তাই সমস্যা নেই। চলে আসুন গ্রামে উপভোগ করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।