৪০) ওরা বলেছিলো
ওরা বলেছিলো আসবে।
ওরা বলেছিলো বাংলা হবে মায়ের ভাষা।
ওরা বলেছিলো আমার সোনার বাংলায় বাংলাদেশ হবে।
রফিক
জব্বার
সালাম
বরকত
আরো কত নাম না জানা শহীদের বুকের লাল রক্ত ঝরেছিলো।
সেই লাল সবুজ পতাকায় সঁপে
ওরা সবুজের বুকে লাল হবার স্বপ্ন হয়েছিলো।
সেই স্বপ্নদের ছুঁতে
৭১ এর মুক্তিযুদ্ধ।
লক্ষ লক্ষ শহীদের জীবন দান।
মায়ের ,বোনের সম্ভ্রমহানি।
অবশেষে
সেই সবুজের বুকে লাল হবার স্বপ্ন সফল হয়েছিল।
বাংলাদেশ এর জন্ম ।
১৬ই ডিসেম্বর ১৯৭১।
সেই বাংলাদেশ ৩৭ বছর বয়সী মা এক।
আছে দুঃখ
আছে কষ্ট
আছে অরাজকতা
তবু বাংলাদেশ স্বপ্ন দেখে
স্বপ্নে ভাসে।
একদিন আবার ও বাংলাদেশ হবে
মুক্ত চেতনার নাম।
শুদ্ধতার নাম।
বাংলাকে ভালবেসে বাংলাদেশ হাসবে নিরন্তর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।