আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তে শিগগিরই চালকবিহীন বিমান বা ড্রোন  মোতায়েনের ব্যাপারে ভারতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে ব্যাখ্যা চায় ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক শামীম আহসান দুপুরে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
গতকাল সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তে শিগগিরই ড্রোন মোতায়েন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ দুই দেশের সঙ্গে ভারতীয় সীমান্তে নজরদারি জোরদার করতেই বিএসএফ এ পরিকল্পনা হাতে নিয়েছে।
বিএসএফের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ড্রোন ব্যবহারের ধরন চূড়ান্ত করতে একটি মানসম্পন্ন কার্যপদ্ধতির খসড়া ভারতীয় বিমান বাহিনীকে (আইএএফ) সঙ্গে নিয়ে তৈরি করছে বিএসএফ। ওই কর্মকর্তা আরও বলেন, ভূপৃষ্ঠ থেকে ১০-১২ হাজার ফুট ওপর থেকে ওই বিমান সীমান্তের যেকোনো স্থানে যেকোনো অনুপ্রবেশকারীর গতিবিধি-সংক্রান্ত ছবি তুলবে এবং ওই ঘটনার নির্দিষ্ট সময়কার তথ্য পাঠাবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.