ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে হঠাৎ করেই যবনিকা পড়ে গেছে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের। যা নিয়ে বিশ্ব জুড়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে।
দেশের হয়ে খেলতে না পারলেও পিটারসেনের কাছে অর্থ উপার্জনের জন্য এখন আরও বেশি রাস্তা খুলে গেছে। প্রতিটি দেশের টি-২০ টুর্নামেন্ট খেলারই প্রস্তাব রয়েছে তার কাছে। যার মধ্যে অবশ্যই সবচেয়ে বড় অফার আসন্ন আইপিএল-৭-এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা।
দিল্লি ডেয়ারডেভিলস যাকে এবারের আইপিএল নিলামে কিনেছে ৯ কোটি টাকা দিয়ে। টুর্নামেন্ট শুরু হতে এখনও অনেক দিন বাকি। কিন্তু এখন থেকেই আইপিএল নিয়ে মেতে উঠেছেন কেপি। উদ্দেশ্য একটাই, ভারতের মাটিতে দারুণ পারফরম্যান্স করে দেশের বোর্ড কর্তাদের উপযুক্ত জবাব দেওয়া। তাই দিল্লির হয়ে শুধু খেলাই নয়, ডেয়ারডেভিলসের অধিনায়কও হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন পিটারসেন।
তিনি বলেছেন, ‘আমি দলকে পরিচালনা করতে চাই। সেটা অধিনায়কত্ব হতে পারে বা অধিনায়ক এবং দলের তরুণদের সাহায্য করার মাধ্যমে হতে পারে।
পিটারসেন আরও বলেন, দিল্লি দল আমার পরিবারের মতো। এই দলের হয়ে এবছরও খেলতে পারাটা দারুণ ব্যাপার আমার কাছে। এবারের নিলামে খুব শক্তিশালী টিম হয়েছে আমাদের।
এবার দেখার এই দল একসঙ্গে কেমন খেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।