আমাদের কথা খুঁজে নিন

   

নিভৃতে চলে গেলেন মুভি প্রেমী মান্না

গভীর কিছু শেখার আছে ....

অ্যাকশন, রোমান্টিক, সোশাল সব ধরনের মুভিতে অভিনয়ে ছিলেন চিত্রনায়ক মান্না। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার অভিনীত মুভি প্রায় তিন শতাধিক। অভিনয়ও করে যাচ্ছিলেন আরো ২০টি মুভিতে। কিন্তু হঠাৎ করেই গতকাল নিরবেই চলে গেলেন তিনি।

চে কাফেতে নেয়া মান্নার ইন্টারভিউটি পুনরায় প্রকাশ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে যায়যায়দিন পরিবার- এ পর্যন্ত কতোটি মুভিতে অভিনয় করেছেন ও আপনার অভিনীত সেরা মুভি কোনটি? এ পর্যন্ত প্রায় ৩৫০টি মুভিতে অভিনয় করেছি। তার মধ্যে সেরা ও হৃদয়ে দাগ কাটার মতো দুটি মুভি রয়েছে মনের সঙ্গে যুদ্ধ ও মুঘলে আজম। মুক্তির প্রতীক্ষায় মুভি দুটি। কারণ বলতে গেলে মুভি দুটির কাহিনী ভিন্ন ধারার শিল্পী ও কলাকুশলী ভালো এবং মেকানিজমের মধ্যে নতুনত্ব রয়েছে। আমি আশাবাদী, বাংলা মুভি দর্শকের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে মুভি দুটি।

আপনার প্রযোজিত মনের সাথে যুদ্ধ মুভিতে জেমসকে দিয়ে গান করা সম্পর্কে কিছু বলুন। জেমস বর্তমান সময়ে সুপারস্টার গায়ক। মুম্বাইয়ে পরপর কয়েকটি মুভিতে গান করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। দেশের বেশির ভাগ মুভি দর্শক জেমসের ভক্ত। ভক্তদের চাহিদা পূরণ করতে জেমস শত ব্যস্ততার মধ্য দিয়েও প্রথমবারের মতো আমার এ মুভিতে গান করেছেন।

এ পর্যন্ত কতোটি মুভি প্রযোজনা করেছেন? এ পর্যন্ত সাতটি মুভি প্রযোজনা করেছি। সেগুলো হলো লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, আমি জেল থেকে বলছি ও সর্বশেষ মুক্তির অপেক্ষায় রয়েছে মনের সাথে যুদ্ধ মুভিটি। বর্তমানে কয়টি মুভিতে কাজ করছেন? অনেক মুভির অফার পেয়েছিলাম। তার মধ্যে বেছে ও সময় স্বল্পতার কারণে ১৫টি মুভিতে বর্তমানে কাজ করছি। মুভিগুলো হলো টাকার জন্য, হৃদয় থেকে পাওয়া, ভালোবাসার জন্য, মুঘলে আজম, দাবিদার, মেশিনম্যান, মারো, এই যে দুনিয়া, আসলাম ভাই, শত্রু শত্রু খেলা, দুই দিনের দুনিয়া, মায়ের কসম, বাবার কসম, পিতা ও শ্রেষ্ঠ সন্তান।

এ পর্যন্ত কতো জন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন ও কার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন? এ পর্যন্ত প্রায় ৫৫ জন নায়িকার সঙ্গে অভিনয় করেছি। আমি জুটি প্রথায় বিশ্বাসী নই। নিজেকে সবার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। সবার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি। অশ্লীলতা সম্পর্কে কিছু বলুন।

অশ্লীলতার জন্য বিনোদনের প্রধান মাধ্যম চলচ্চিত্র আজ ধ্বংসের পথে। শুনেছি অশ্লীলতার দায়ে সেসব বোর্ড মুভি কর্তন ও ব্যান করে। পরে আদালতের স্টে অর্ডার নিয়ে আবার নির্বিঘেœ প্রদর্শিত হয় ব্যান হওয়া মুভিটি। এতে করে অশ্লীল নির্মাতারা সাহস পেয়ে যায়। অশ্লীলতার দায়ে নির্মাতা ও শিল্পীদের কিছুই হচ্ছে না।

এ অশ্লীলতা বন্ধ করতে পারে একমাত্র সরকার। সরকার যদি এমন আইন করে দেয় যে, সব নির্মাতা অশ্লীল মুভি নির্মাণ করবে আর শিল্পীরা যদি নগ্ন দৃশ্যে শর্ট দেয় তাহলে তাদের জেল ও জরিমানা হবে। তাহলে আমার মনে হয়, অশ্লীলতা বন্ধ হতে পারে। চলচ্চিত্রে না এলে কি করতেন? চলচ্চিত্রে না এলে নৌবাহিনীতে যোগদান করতাম নয়তো বাবার ব্যবসার হাল ধরতাম। আপনার জীবনে স্মরণীয় ঘটনা বলুন।

আমি ছোটবেলা থেকেই চঞ্চল ও দুষ্টু প্রকৃতির ছিলাম। কাউকে ভয় পেতাম না। মন যা চাইতো তাই করতাম। আমার শখ বা নেশা ছিল মুভি দেখা। মুভি দেখার জন্য নিজ বাড়ি টাঙ্গাইল থেকে ঢাকায় চলে এসেছিলাম হাফপ্যান্ট ও খালি পায়ে।

এটি আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা ছিল। আপনার জীবনে সবচেয়ে সুখের স্মৃতি কোনটি? আমার একমাত্র ছেলে ইলতিমাস যখন আমাকে প্রথম বাবা ডাকে এটি আমার জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত ছিল। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতের পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমার ইচ্ছা আছে পরিচালনায় আসা। তবে এখন নয় যখন অভিনয় ছেড়ে দেবো ঠিক তার পরই পরিচালনায় নামবো।

কারণ অভিনয় ও পরিচালনা একসঙ্গে হয় না। এক নজরে মান্না পুরো নাম : আসলাম তালুকদার মান্না জন্ম তারিখ : ১৩ এপ্রিল শখ : বিদেশ ভ্রমণ প্রিয় রং : কালো প্রিয় পোশাক : পাঞ্জাবি-পায়জামা প্রিয় খাবার : খিচুরি ভুনা অবসর কাটে : মুভি দেখে লেখা : পলাশ আহমেদ ছবি : শরীফ সারওয়ার বিঃ দ্রঃ ইন্টারভিউটি গতবছরের ১৯ জুলাই প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.