ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঋণখেলাপের বিষয়ে কোনো রিপোর্ট প্রকাশ করেনি। টিআইবি কোনো ব্যক্তির দুর্নীতি বা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো গবেষণা বা প্রতিবেদন প্রকাশ করে না। কাদের সিদ্দিকীর ঋণখেলাপ নিয়েও টিআইবি কখনোই কোনো প্রতিবেদন বা মতামত তৈরি বা প্রকাশ করেনি। বিষয়টি সম্পূর্ণভাবে টিআইবির এখতিয়ারের বাইরে। গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত 'কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল' শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে বাংলাদেশ ব্যাংক ও টিআইবির রিপোর্টের ভিত্তিতে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ; যা সঠিক নয়। বিজ্ঞপ্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।