আমাদের কথা খুঁজে নিন

   

জামাল ভাস্কর, অরপি, সারওয়ার চৌ, মা. মোর্শেদ, হোসেইন, মিরাজ সাহেবদের বক্তব্য আর মুনশীর চাইরখান কথা



'মুক্তিযুদ্ধ বিরোধী মতাদর্শ নিয়া তার কোন বক্তব্য নাই!' - জামাল ভাস্কর আমি মনে করি, ইরিটেটিং গুণ্ডাদের ব্যাপারে একটা কার্যকর নীতি থাকা উচিত, কোনো মতাদর্শের বিরুদ্ধে নয়। - মাহবুব মোর্শেদ 'পিয়াল ভাই, রাজাকার মুক্ত ব্লগ অবশ্যই চাই। কিন্তু সমস্যা হচ্ছে, ৭১ এ যারা ধর্মকে ব্যবহার করে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের চরিত্র আর এখন যারা ধর্মের পক্ষে আলোচনা করেন একটা নৈতিকতাবোধের চেতনা থেকে, তারা কি এক? অবশ্যই এক না। আমার মনে হয় এখানে আমরা শনাক্তকরণে ভুল করছি। '- সারওয়ার চৌধুরী 'ইসলাম সবসময় জালিমের বিরুদ্ধে থাকতে নির্দেশ দেয় ।

ইসলাম মানা সব ব্লগাররা তাই জালিমের পক্ষপাত করলে সেটা শেষ বিচারে ইসলামের জন্য হয় লজ্জা আর অপমানের । '- হোসেইন 'আমার চরিত্রহননের জন্য যখন স্বাধীনতা পক্ষ শক্তির এক শীর্ষস্থানীয় ব্লগার এস্কিমো পোষ্ট দেন মুক্তিযুদ্ধ বিষয়ে, যুদ্ধাপরাধী বিষযে আমার নৈতিক অবস্থান নিয়া প্রশ্ন তোলেন আর আমাদের পক্ষ শক্তির অন্য কিছু ব্লগার আদি রসাত্বক ভাষায় আমার ব্যক্তিগত জীবন নিয়া বর্ণনা দেন এবং কোন প্রতিবাদ ছাড়াই আরও কিছু সহযোদ্ধা সেগুলি উপভোগ করেন এবং লেখক আরো উৎসাহ দেন, তখন এটা বুঝতে বাকী থাকেনা যে স্বাধীনতার চেতনা আর মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি আক্রমণ এর কাজে । '- মিরাজ --------------- আমি গেরামের পোলাপান পড়াইন্না মাস্টার। অই গেরামে পড়াই, যেই গেরামরে কবি আল মাহমুদ 'ডাকাইতের গ্রাম' কইসিলো। যদিও কথাডা কওন উনার ঠিক হয় নাই।

মাইন্না নিলাম, ডাঙ্গর প্রতিভার স্লিপ অফ দি পেন। যাউগ্গা- ব্লগের এ্যানভায়রনমেন্ট নিয়া ক'দিন ধইরা যেইসব কথাবার্তা হইল, তাতে যুক্তি দলিল হগলের পক্ষেই কম বেশি আছে। অমি রহমান পিয়াল, হোসেইন, সারওয়ার চৌধুরী, মাহবুব মোর্শেদ, জামাল ভাস্কর, মিরাজ প্রমুখ, ইনারা বিস্তর কথাবার্তা কইসেন। হগলের কথা পইড়া মনে হইল কেউ আকাশ কুসুম কল্পনা করতাসেন আর কেউ অরণ্যে রোদন করতাসেন। ভার্চুয়াল জগত বইলা কথা! কেউ কেউ এ্যাকচুয়াল লাইফে যা করন যাইতাসে না, সেইটা ভার্চুয়াল লাইফে করণের খায়েশ হইতাসে! ইনাদেরকে কইতাসি- আসমানে উইড়া উইড়া জমিনের হাকিকত বুঝন যাইব না! মঞ্চের কমেডি বাস্তব জীবনে কমই পাওয়া যায়।

নাটকরে বাস্তব ভাইবা ফাল পাইড়া লাভ নাই। কেউ যহন কয়, আমি খুব তরল কথা কই, গালি দেই নিজে আনন্দ পাওনের লেইগা, হের কাছে মতাদর্শ-টর্শ কিছু না। ফাইজলামী করনডাই আসল। যাউগ্গা, হাকিকতে যাই। জামাল সাহেব কইলেন 'মুক্তিযুদ্ধ বিরোধি মতাদর্শ'।

এইডা কি কইলেন? আমাগো মুক্তিযুদ্ধে সকল স্তরের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্ঠান নাস্তিক আস্তিক অংশ নিছিল। আপনে 'মুক্তিযুদ্ধ বিরোধি মতাদর্শ' কইয়া কি বুঝাইলেন? ইট্টু খোলাসা করেন। আমাগো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যের কথা কওনে হেরেও তহন কিছু মাইনসে নানা প্রকার বিশেষণ লাগাইছিল, এইডা ভুইলা গেলে হইব না। ৭০ এর নির্বাচনে পূর্ব পাকিস্তানের মেজরিটি মুসলিম পিপল আওয়ামী লীগেরে ভোট দেওনে বঙ্গবন্ধুর অবস্থান পাকাপোক্ত হইছিল, এইডাও ভুইলা গেলে হইব না। মাহবুব মোর্শেদ ইরিটেটিং গুন্ডাগো কথা কইসেন।

হের কথারে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধি কওনের যুক্তি কই পাইলেন? সমাজতন্ত্রের বহু কথার লগে ইসলামের আর পুঁজিবাদের বহু কথার লগে ইসলামের মিল পাওয়া যায়। তাই বইলা সব কিছু এক হইয়া যায় কেমনে? এক্সট্রিমিজম আর লিবারেল এ্যাটিচুড বইলা একটা ব্যাপার আছে। হগল সমাজেই কিছু মানুষ হাঙ্গামা পছন্দ করে না। তাই বইলা হেই লোকগুলানেরে শত্রুপক্ষে ঠেইল্যা দেওন কখনই সুবিচার হইতারে না। এইখানে দেখেন, যেই ইস্যু নিয়া আপনারা কয়জন পোস্ট দিলেন, সেই ইস্যুতে যারা যুক্তি দিয়া কথা কওনের চেষ্টা করলেন, আর যারা মাঝে মইধ্যে গাইল ছাইড়া আরাম পাইল, তারা এক না।

এখন যদি গাইলবাজেরা কয় ভালা কথা যারা কইসে সব রাজাকার! মাইন্না নিবেন? আবেগে ভাসাইয়া শক্ত নরম কথা কওন আর সমাজ বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওন আলাদা বিষয়। আসল রাজাকারগো যারা আরামে তাহনের ব্যবস্থা কইরা দিছে আর যারা হেগো লগে রাজনীতি কইরা আইতাসে, পারলে এ্যাকচুয়েল দেশে তাগো বিরুদ্ধে কিছু করেন। হুনতে খারাপ লাগলেও কেউ অগো কিছুই করতারবো না বইলাই মনে হয়। যে যায় লংকায় সেই হয় রাবন। ভুইলা যাই নাই, রাস্তায় খাড়াইয়া খাড়াইয়া দেখছি হাসছি, যহন ধানের শীষের মাইনসে দৌড়ান দিয়া নৌকার শীর্ষ চাইর পাঁচজন নেতারে নিজেগো মঞ্চ থেইকা ভাগাইছিল, তহন নৌকার নেতারা দৌড় মাইরা দাড়িপাল্লার মঞ্চের কাছে গিয়া আশ্রয় চাইয়া জান বাচাইছিল।

এইডা হইল হাকিকত। এইডা আসমানে উইড়া উইড়া কবিতা লেখন না! জমিনের নির্জলা অপ্রিয় বাস্তব। আমারে আবার জামাতি ভাইবেন না দয়া কইরা। আমি অগোরে লাইক করি না। হাকিকত কইলাম।

'বন্ধুত্বে উদার শত্রুতায় নির্মম' লেখন আর কওন যত সোজা বাস্তব তত কঠিন। গালাগালি কইরা, ব্যাক্তি আক্রমণ কইরা হগল পক্ষই পরিবেশ বরবাদ করবেন এইডা নিশ্চিত কইবার পারি। রিজাল্ট জিরো পেলাস জিরো ইকুয়েলটু জিরো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।