/
শিল্পি জয়নুল আবেদীন বেঁচে থাকলে দেখতেন
ডাস্টবিনের পাশে আজকাল কোন নেড়ী কুকুর থাকে না
দুর্ভিক্ষ পীড়িত কংকালসার নারীদেহ কোথাও পড়ে নেই
তবে আপনার ক্ষিপ্ত ষাঁড়টা ক্রমশঃ আরো হিংস্র হয়ে উঠছে।
গার্মেন্টস কর্মীর পেট ফুঁড়ে দিয়ে লাশ পালিয়ে যাচ্ছে
তাই শোকার্ত শবমিছিল এ সময় দেখতে পাবেন না।
রাষ্ট্রযন্ত্র এখন সব ধরনের মিছিল নিষিদ্ধ করেছেন
কাব্য প্রতিভাহীন নায়কেরা শেষ পর্যন্ত একটা নতুন শব্দ শিখেছেন
এখন দুর্ভিক্ষের বদলে গোপন মঙ্গায় দেশ শুকিয়ে যায়
অবশ্য পুরাতন কালোবাজারীর রঙের সাথে আপনি
নতুনদের মিল পাবেন।
কামরুল হাসানের সবুজ পতাকা পুরোটাই লাল হয়ে যাচ্ছে
মাংসাশী প্রাণীরা এখন মাংস, তৃণ, শতাব্দী প্রাচীন গাছ, মূল সব খায়
আমাদের ক্ষয়কাশে প্রবল রক্তবমন, গনগনে লাল হয়ে যখন ফুঁসি
তারা গুলি মেরে আমাদের লাল গঙ্গায় ভাসিয়ে দেন
আপনি বিশ্বাস করবেন না, কামরুল হাসান, এ সমস্ত
প্রতিভাধারী খুনীরা বলতে থাকবে
এ সবই আপনার ছবির কারসাজি।
আবদুল জলিল পাশা, আপনার শাপলা চত্বর বাংলাদেশ
গজিয়ে ওঠা ভূ-স্বামীদের দখলে চলে গেছে
খাল, নদী, হাওড়, বাওড়, পুকুর, জলা, বিল সব ভরাট হয়ে যাচ্ছে
নদীর তলায় ধান হচ্ছে, ধানের তলার পানি শুকিয়ে যাচ্ছে
আপনি আবার বাংলায় এলে মতিঝিলের শাপলা ছাড়া
আর কোথাও সফেদ কিছু পাবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।