বড় ঘৃণা হয় নিজের ওপর
কতোটা নির্লজ্জ আমি
এখনো তোমায় ভেবে কষ্ট পাই
হৃদয়ের রক্ত দিয়ে ছবি আঁকাই
এখনো করি পাগলামী।
এতো সহজেই ভুলে যাই এতো কিছু
মনকে যে পুড়ে দিল, মন ছোটে তার পিছু
নিজের জন্য সত্যিই করুণা হয়
কি এক মরণ প্রেমের নেশায় মত্ত হলাম নিজে
জীবনের ক্ষয় অটুট সেতো নয়
মরে তবু ভালোবাসে, আগুনের রোদে ভিজে
তবু প্রেমেরই জয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।