আমাদের কথা খুঁজে নিন

   

কাশ্মির ভ্রমন ২০১৩

ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি।

ভূস্বর্গ দেখার অদম্য ইচ্ছে শেষ পর্যন্ত পুরণ হতে চলেছে। সবার আর্শিবাদ ও সহযোগীতায় আগামী ২৬ তারিখ বিকালে চট্টগ্রাম থেকে রওনা হচ্ছি কাশ্মিরের উদ্দেশ্যে। আমাদের ভ্রমন সূচি বিস্তারিত ভাবে নিচে উল্লেখ করলাম।

শ্রীনগরে হোটেল ভাড়া ও খাওয়ার খরচ নিয়ে চিন্তিত আছি। এই বিষয়ে কারো অভিঙ্ঘতা থাকলে শেয়ার করবেন প্লিজ। ২৬/০৯/২০১৩: সন্ধ্যা ৫.৩০ টায় : চট্রগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা। ২৭/০৯/২০১৩: আনুমানিক দুপুর ৩ টায়: কলকাতা পৌঁছানো। ২৮/০৯/২০১৩: রাত ১১.৫৫ টায়: কলকাতা থেকে কাশ্মিরের উদ্দেশ্যে রওনা।

৩০/০৯/২০১৩: দুপুর ১২.৩০ টায়: জম্মু পৌঁছানো। : দুপুর ২.০০ টায়: জম্মু থেকে শ্রীনগরের (২৯৩ কি:মিউদ্দেশ্যে রওনা। : রাত ৯.০০ টায়: শ্রীনগর পৌঁছানো। রাত্রিবাস-শ্রীনগরে। ০১/১০/২০১৩: সকাল ৭.০০ টায়: ডাললেক ফ্লোটিং মার্কেট, ডাললেক ও নাগিন লেকের মাঝে গার্ডেন, হজরতবাল মসজিদ, মুগলগার্ডেন, শঙ্করচার্য মন্দির প্রভৃতি ভ্রমন।

দুপুর ২.৩০ টায়: যুসমার্গ (৪৭ কি:মি) ভ্রমন। রাত্রিবাস-শ্রীনগরে। ০২/১০/২০১৩: সকাল ৭.০০ টায়: শ্রীনগর থেকে গুলমারগ (৪৬ কি:মি) যাত্রা ও রোপওয়ে চড়ে খিলানমার্গ বেড়ানো। শ্রীনগরে-রাত্রিবাস। ০৩/১০/২০১৩: সকাল ৭.০০ টায়: শ্রীনগর থেকে সোনমার্গ (৫১ কি:মি) যাত্রা ও বেড়ানো।

দুপুর ৩.০০ টায়: শ্রীনগর ফিরে ডাললেকে শিকারা ভ্রমন। শ্রীনগরে-রাত্রিবাস। ০৪/১০/২০১৩: সকাল ৭.০০ টায়: শ্রীনগর থেকে পহেলগাঁও (৯০ কি:মিযাত্রা। রাত্রিবাস। ০৫/১০/২০১৩: আরুভ্যালি, বেতাবভ্যালি, বেইশরন দর্শন।

রাত্রিবাস-পহেলগাঁওয়ে। ০৬/১০/২০১৩: চন্দনবাড়ি (১৬ কি:মিদর্শন। রাত্রিবাস-পহেলগাঁওয়ে। ০৭/১০/২০১৩: সকাল ১০ টায়: পহেলগাঁও থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা। সন্ধ্যা ৭.২০ টায়: জম্মু থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা।

০৮/১০/২০১৩: আনুমানিক সকাল ৪.৩০ টায়: নিউ দিল্লি পৌঁছানো। : নিউ দিল্লি থেকে দুপুর ১ টায় কলকাতার উদ্দেশ্যে রওনা। ০৯/১০/২০১৩: সকাল ৬.১০ টায়: কলকাতা পৌঁছানো। : সকাল ১০ টায়: কলকাতা থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা। ১০/১০/২০১৩: আনুমানিক সকাল ৬টায় চট্টগ্রাম পৌঁছানো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.