ঘুমিয়ে পড়ার আগে......
বালি ঘড়ি দেখলাম,তবে খুব অল্প সময়ের মাএ দেড় মিনিটের। বালি ঘড়ির প্রতিটি বালি কণার কতই না মূল্য। একটা একটা বালি কণা পড়তে থাকে আর তার সাথে শেষ হয়ে আসতে থাকে বালি ঘড়ির নির্ধারিত সময়...
যখন ছিলাম না এই পৃথিবী তে তখনো বেশ ভালো ভাবেই চলেছে এই পৃথিবী, যখন থাকব না তখনো এই পৃথিবী বেশ ভালো ভাবেই চলতে থাকবে। ফেলে যাওয়া অবস্থান পুরা করার জন্য খুব একটা বেশি সময়ের কি প্রয়োজন?মনে হয় না.. .. .. সাধারণত একজন মানুষ কে কতদিনই বা মনে রাখা হয়?এক সময় সামান্য ক্ষণের জন্য মনে করার মানুষের ও বড় অভাব হয়ে পড়ে।
তাড়পড়েও সব কিছুর সাথে সাথে কেন জানি "আমার বা আমি" শব্দ টা জুড়ে দিতে ভাল লাগে।
মনে হয় আমি না থাকলে কত কিছুই না জানি হতো না,আমি আছি বলেই তো.. .. .. .. .. । আজ যে কাজ বা যে অবস্থান আমার কাল যে সে কাজ বা অবস্থান আরেকজন এসে পুরো করে নিবে না তা কেমন করে বলি। আসলে আমার বলতে কিছুই নেই বা আমাকে কিছুই দেওয়া হয় নি শুধু আমার করে।
তবে হা আমার করে বলতে পারি কিছু মূল্যবান "সময়"কে। ঠিক বালি ঘড়ির প্রতিটি বালি কণার মত আমার জীবনের প্রতিটি সেকেন্ড।
জীবনের এক একটা সেকেন্ড পার হচ্ছে আর তার সাথে পার হচ্ছে জীবনের অমূল্য এক একটা মূহুর্ত। বলতে পারছি না জীবনের বালি ঘড়ির শেষ বালি কণা র জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে।
কিন্তু পারছি কি আমার করে পাওয়া সময় গুলোর সঠিক মূল্য দিতে?মূহুর্ত গুলো কে ব্যায় কি করতে পারছি মানুষের মত মানুষ.. .. ..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।