খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
তপ্ত বালুকনায় তোমারো পায়ের ছাপ
সমুদ্রের ঢেউয়ে আজ অভিশপ্ত
ঢেউয়ে ঢেউয়ে ক্ষয় হয়ে
কোথায় যেন মিছে গেছে
অরুণাবলীর হাহাকার!
আজোবধি সমুদ্রতীরে
মাছদের মরা মুখ দেখতে পাই
উল্লাসিত কুকুর
ছিড়ে খায় কাঁচা মাছ
লাল কাকড়ারা সচেতন
দুর্ঘটনার আগেই ফিরে যায় অভয় আশ্রয়স্হলে
আছড়ে পড়া ঢেউ
স্পর্শ করে লেগূন থেকে লেগূনে।
জল আর বালি
বয়ে চলে সমান্তরাল
আমি দেখি আজো দেখি
তোমার পদ চিন্হ
মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে বহুবার
কেবল একরাশ বালি
আটকে রেখেছে তোমায়
কি এমন সম্পর্ক
তাহার সাথে
জলের সীমানার উপরে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।