আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকদের মুক্তি ও মুহাম্মদ হাবিবুর রহমানের কবিতা

বহুরুপী

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক মুক্তি পেলেন। বলা যায় এটা সরকারের শুভবুদ্ধির পরিচয়। আর এই শুভ বুদ্ধি না দেখালে এই সরকার আবারো যে গ্রহণযোগ্যতার সংকটে পড়তো তাতে কোনো সন্দেহ নেই। মুক্তি পেলেও আজ সমকালে প্রকাশিত মুহাম্মদ হাবিবুর রহমানের লেখা রাজনৈতিক কবিতাটি এখানে দিতে লোভ সামলাতে পারছি না। মামলার ঝামেলা -মুহাম্মদ হাবিবুর রহমান অধ্যাপক আনিসুজ্জামানকে আমি বলি, 'প্রাক্তন প্রভাষক হিসেবে আমি কী আসব?' উনি বললেন, আমরা তো দেখছি।

আপনি বরং কবিতা লেখেন। মনে পড়ে যায় কথা হাছন রাজার 'কী-ঘর বানাইমু আমি ন্যের মাঝার। ' আমি কই কী কবিতা বানাইমু আমি শূন্যের মাঝার। মামলা ঠোকা আর মামলা প্রত্যাহার এদেশে তো রেওয়াজ নিত্যকার। তো মামলা যেখানে নাজুক তা মেটাতে কেন এত লাজুক এত লাজুক তা-না-না এত লাজুক বাহানা।

মনে পড়ে যায় কথা হাছন রাজার 'কী-ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। ' আমি কই কী কবিতা বানাইমু আমি শূন্যের মাঝার। ৬ ডিসেম্বর, ২০০৭ আজ সমকালে ছাপা হওয়া এই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.