আমাদের কথা খুঁজে নিন

   

মাদার টেরিসা ও সংশয়



কিছুদিন আগে টাইমস মাগ্যাজিনে মাদার টেরিসার লেখা কিছু চিঠি নিয়ে যেই বই ছাপা হয়েছে, তার উপর একটা লেখা বেরিয়েছে। বইটাতে আমাদের সুপরিচিত কোলকাতায় নিল-সাদা শাড়ি পরা নোবেল বিজয়ীর অন্তরের সংশয় নিয়ে অনেক কথা আছে- উনার নিজের ই লেখা। মাদার টেরিসা সম্পর্কে যে যাই ভাবুক, তিনি যে একজন devout Christian সেই ব্যপারে মনে হয় না কেউ ই সন্দেহ করবেন। যিশু খৃষ্ট তথা ভগবান এর উপর তার অবিচল আস্থা আর বিশ্বাসই, অনেকে বলবেন, তাকে কোলকাতার বস্তিতে নিয়ে এসেছিল। সেই মানুষ্টারটার ভেতরেই যখন এই সংশয় এর কথা শুনলাম, তখন মনে হল... মনে হল অনেকটা নিকোস কাজানজাকাস এর জিসাস অব ন্যাজারাত এর মত... a soul trapped in the fight between the profane and the holy – the spirit and the flesh… শ্রদ্ধা অনেকাংশে বেড়ে গেল, বলাই বাহুল্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।