আমাদের কথা খুঁজে নিন

   

উতসর্গ: এস্কিমো-সত লুকের রাজনীতিতে যুগ দেওনের তরীকা



কয়দিন আগে আমাগো বলগের একজন নামকরা বলগার একখান অতি মহত কর্ম করনের সিদ্ধান্ত লইয়া ফালাইছেন। সেইডা হইল উনি সত লুকের রাজনীতীতে যুগ দিবেন। বলেন, মাশাল্লাহ। ফাকস্হানের পুর্ব অংশ যেইডারে ৭১ এর গন্ডগোলের পর থন বাংলাদেশ কয়, হেই দ্যাশে সত লুকের রাজনীতীতে দল একখানই আছে-। তো উততর মেরুর ঐ বলগার ভাই আমগো কাছে জানতে চায়া পুসটাইলেন যে কিভাবে জামাতে পিছলানো যায়।

[wjsK=http://www.somewhereinblog.net/blog/eskimoblog/2874881] কেউ কেউ দুই একখান কাজের উপদেশ খয়রাত করলেও অন্যরা দেখলাম খালি পিছলামী মানে শুধু ফাইজলামি করল, কেউ সিরিয়াসলি সাহায্য করল না। সত লুকের রাজনীতি বইলা কথা। তাই লাল সালুর মতে নীচের উপদেশ গুলা মানা খুবই জরুরী। @ সত লুকের রাজনীতিতে আগরহী উততর মেরুর বলগার ভাই, আপনি যেহেতু কম্পুজ্ঞানী এবং যেহেতু বলগাইতেছেন ম্যালা দিন ধইরা সেইহেতু জামাতের আই.টি. সেকশনে আপনারে ইন্টার্নী দিয়া পাশ দিতে হইব। বলগের বিষয় নিয়া টেনশন নাই, তিনকোনার পরিত্যক্ত বলগ থন সমানে লাদি, বমি এইগুলা ছাড়া শুরু করেন।

তয় যেহেতু আপনার বলগে হিট সংখ্যা আর রেটিং এর উপর ইন্টার্নীর পাশ নম্বর নির্ভর করে সেহেতু আপনারে একখান মাইয়া নিক লইয়া বলগাইতে হইব। ভাবীর জোয়ানকালের ছবিতে খিয়াল করবেন লাল লিপস্টিক আছে কিনা (কিছু মনে কইরেন না, জামাতে পিছলামীতে নিজের বউ তো দুরে নিজের মা বইন বইলাও কিছু নাই, শান্তিকালীন সময়ে পারস্পরিক এন্তেমালের মাধ্যমে ৭১ এর টেস মনে করন যায়। ) যদি কুন কারনে বউ এর ছবি না পান তবে গুগল/ফেসবুকে সার্চ মারেন, মাইয়া মাইনষের ছারাছারি। মনে রাখবেন ঠুটখান যত লাল আর কিসেবল তত ভাল। এইবার একখান জববর মাইয়া নিক নাম ঠিক কইরা লাল সালুর বাকসে কয়ডা দিয়া নাইমা পরেন।

আর কুন চিন্তা নাই। জামাতেও পিছলাইবেন, ঝামাতেও পিছলাইবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.