পরিবর্তনের জন্য লেখালেখি
খুব বেশি কিছু চাইবার সাহস করে না আর মন
তোমার একটা চুল দেবে ?
অথবা পুরনো হয়ে যাওয়া তোমার আঁচল ?
দুই একটা খসে যাওয়া তারা বেঁধে নিতাম
অক্ষম আকাশের নিচে।
আজ আরেক বার হেঁটে গেলাম তোমার গলি
এক বার বারান্দায় দাঁড়াবে?
অথবা বসবে তোমার পড়ার টেবিলে ?
দেখে দুই এক সেকেন্ড অশালীন রকম বেঁচে উঠতাম
নিঃস্তব্দ বুকের পিছে ।
না না , তোমাকে আরেক বার চাইতে আসিনি তো !
একটু মন খারাপ হয় না ?
অথবা হয় না পাগলেরও মানুষ হওয়ার সাধ ?
আসলে , দুই এক বার মরে গিয়ে বুঝলাম তোমাকে
ভোলার সাধটা মিছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।