স্বপ্নিল সময়ের সন্ধানে..
""আমি সহজ-সরল ভাবে
....একটি কথা বলতে চাই
বুকের মাঝের ভালোবাসা
আজ.... তোমায় সুধায়ে যাই।
স্বপ্নীল এক ছোট্ট আবাস
....গড়বো তোমার সাথে
বলো তুমি দেবে কি হাত,
আজ ....আমারই হাতে?
আনন্দের ঢেউ থাকবে সেথা
....রবে না কোনো ব্যাথা,
মানবো গো,মানবো আমি
.....তোমার সব কথা।
দেবে কি বলো ? তোমার হাত,
আজ ....আমারই হাতে?
আচছা চলো....দিলাম কথা,
নেবো তোমার.... সর্ব ব্যাথা
যত জ্বালাও,যত কাঁদাও
.....পারো যদি!আমায় রাগাও
থাকবো আমি, থাকবো গো
তবুও ...তোমার পাশে
সব বিপদে লড়বো আমি
......তোমার পানে হেসে।
বলো?দেবে কি তবু তোমারই হাত
আজ......আমারই হাতে""
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।