আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দারিদ্রের কারণ

কেএসআমীন ব্লগ

আজ ইউসেপ মীরপুরে এমপ্লয়ার্স কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব চাদ মোহাম্মদ। প্রকৌশলী বেলায়েত হোসেন কীনোট পেপার পড়ে শোনান। সেখানে বলা হয় আমাদের দারিদ্রের কারণ ৪টি। ক্রমানুসারে... ১) কর্মসংস্থানের অভাব ২) জনসংখ্যা ও এর উচ্চ বৃদ্ধি হার ৩) নিম্ন আয় ৪) সম্পদের অসম বন্টন একজন আলোচক বললেন সম্পদের অসম বন্টনই এক নাম্বারে আসা উচিত।

আমি বলি এটাতো সমাজতান্ত্রিক দেশ নয় যে সুষম বন্টন হবে। রাশিয়াতেও সুষম বন্টন হয়নি। আমার সম্পদ আমি একজন গরীবকে দিয়ে দেব না, এটাই স্বাভাবিক। গরীবকে দিলেই সে তা ধরে রাখতে পারবে সেটাও ঠিক নয়। ইসলাম ধর্মে জাকাতের যে নির্দেশনা আছে তা পালন করলে সুষম বন্টন অনেকটাই হওয়ার কথা।

কিন্তু আমাদের মডারেট মুসলমানরাতো ঠিকভাবে জাকাত আদায় করে না। আমি আরও বলি যে, জনসংখ্যা সমস্যাই এক নাম্বারে আসা উচিত। এটার সমাধান হলে অন্য সব সমস্যা এমনিতেই মিটে যাবে। আমাদের দেশে ১০ কোটি লোক মোটামুটি ঠেলাঠেলি করে দিনযাপন করতে পারবে। কিন্তু ১৫ কোটি বা ২০ কোটি লোকের পক্ষে এই ছোট্ট দেশে বসবাস কঠিন।

জনসংখ্যার এই বৃদ্ধি এখনই রোধ করতে হবে যেকোন মূ্ল্যে। জনসংখ্যার মত কঠিন সমস্যাও আমরা সমাধান করতে পারি। এ বিষয়ে আমার একটি পোস্টও আছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.