আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি দারিদ্রের বিরূদ্ধে দাড়াবেন?

নোটিশবোর্ড

"চরম দারিদ্র ও ক্ষুধা থেকে মুক্তি" হচ্ছে জাতিসংঘের millennium development goal -গুলোর অন্যতম। 15 ও 16 ই অক্টোবর বিশ্বব্যাপী millennium campaign আয়োজন করছে "STAND UP", যেখানে হাজারো মানুষ শারিরীকভাবে দাড়িয়ে দারিদ্রের বিরুদ্ধে একাত্বতা প্রকাশ করছে। এ সম্পর্কে গিনেজ বিশ্ব রেকর্ড গড়া হচ্ছে অন্যতম লক্ষ্য। সর্বশেষ 470928 জন (আজ বেলা 12:50 পর্যন্ত) এতে অংশগ্রহন করেছে। আপনি যদি এ কার্যক্রমে অংশ নিয়ে থাকেন অথবা সমর্থন জানাতে চান, তাহলে এই পোস্টে মন্তব্য করুন।

আপনার মন্তব্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব। এবং এ উপলক্ষ্যে রেডিও ফুর্তি পোল এর আয়োজন করেছে। do you stand up against poverty? অপসন হলো: a = হাঁ, b = হাঁ, c = হাঁ এবং d = হাঁ। গ্রামীন ফোন গ্রাহকরা sms করুন, poll a এবং পাঠিয়ে দিন 5455 এ। অথবা shout লিখে আপনার মেসেজ লিখে sms করতে পারেন 5455 নাম্বারে।

আমরা আপনাদের সংখ্যা কতর্ৃপক্ষকে inform করব। এস এম এস থেকে অর্জিত অর্থ ডবল করে, রেডিও ফুর্তির তরফ থেকে চ্যারিটিতে প্রদান করা হবে। "STAND UP" সম্পর্কে আরো জানতে দেখুন [link|http://www.standagainstpoverty.org/|GLv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.