আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরাসে ধরেছে। সাহায্য করেন। প্লিজ।

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আমার কম্পিউটারে গতকাল একটা পেনড্রাইভ ভরেছি।

আমার এ্যান্টিভাইরাস এটাতে ভাইরাস ডিটেক্ট করল। ভাইরাসযুক্ত ফাইলটির নাম autorun.inf। এই ফাইলটিকে এ্যান্টিভাইরাস দিয়ে ডিলিট করেছি। কিন্তু তারপর ডাবল ক্লিক করে ঢুকলে এ্যান্টিভাইরাস সফটওয়্যার আমার কম্পিউটারের সি ড্রাইভে ভাইরাস ডিটেক্ট করল। কাটলাম।

তারপর ডি ড্রাইভে ধরল। কাটলাম। এভাবে একটার পর একটা ভ্রাইভে ধরতে লাগল। সর্বশেষে এইচ ড্রাইভে ধরল। এইটাকে কাটার পর আবার সি ড্রাইভে ধরল।

এখন শান্তিতে কম্পিউটারে একটু কাজও করতে পারছি না। কোন ড্রাইভে ডাবল ক্লিক করলে ভাইরাস ধরে আর নতুন উইন্ডো নিয়ে এই ড্রাইভ ওপেন হয়। আমি এভাস্ট এর বর্তমান ভার্সনটি ব্যবহার করছি। আপডেটও করেছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

আমাকে সাহায্য করুন। প্লিজ। আমার এ্যান্টিভাইরাসে বলছে যে, A Trojan Horse was found

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.