উইন্ডোজ কম্পিউটারে ইন্টারনেটে যোগাযোগের সফটওয়্যার ‘স্কাইপি’র মাধ্যমে ক্ষতিকর ভাইরাস ছড়াচ্ছে হ্যাকাররা। ‘লোল ইজ দিস ইয়োর নিউ প্রোফাইল পিক?’ হ্যাকাররা স্কাইপিতে ইনস্ট্যান্ট মেসেজ হিসেবে বাক্যটি লিখে পাঠায়। বার্তাটিতে ক্লিক করলে ট্রোজান হর্স ম্যালওয়্যার ভাইরাসটি কম্পিউটারে ডাউনলোড হয়ে যায়। যা কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য অনায়েসে চুরি করে নিতে পারে। ইন্টারনেটভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান সফোসের বিশেষজ্ঞদের মতে, হ্যাকারদের এ বার্তাগুলোকে বলে ‘এলওএল’ বার্তা।
এ ধরনের বার্তায় ক্লিক করলে ট্রোজান ভাইরাস কম্পিউটারে ঢুকে পড়ে এবং কম্পিউটার অচল করে দিতে পারে। এ ভাইরাসটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ছড়ানো ‘ডর্কবট’ ভাইরাসের একটি বিশেষ ধরন। এ ভাইরাসে আক্রান্ত কম্পিউটার থেকে স্কাইপি ব্যবহার করা হলে ব্যবহারকারীর যোগাযোগ তালিকায় থাকা সবার কাছেই এলওএল বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়।
স্কাইপিতে এলওএল ভাইরাস প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবহারকারীর কোনো বিষয়ে অসুবিধা হলে তা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করে স্কাইপি। নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
নতুন এ ভাইরাসটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং দ্রুত তা সমাধানের চেষ্টা করছি।
এলওএল ভাইরাস থেকে সাবধানতা হিসেবে স্কাইপির সর্বশেষ সংস্করণ ব্যবহার ও কম্পিউটারে হালনাগাদ নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।