সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....
প্রিয়া,
কত স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, স্বপ্নেরা সব একে অন্যকে ঠেলে করেছিল ভীড়। ফেরাইনি কাউকেই। অল্প অল্প করে সময় পেয়েছিল সবাই। পূরণের প্রতিশ্রুতিতে কাঁদেনি কেউ। কত আশা, কত ভালবাসা আপেক্ষিতায় অনুভূত বাস্তবে।
"কথা ছিল একদিন চলে যাব দূর নীল সীমানায়
একছুটে পার হয়ে যাব সীমানা,
কথা ছিল একদিন তুলে নিয়ে সব মরুভুমি,
ছুঁড়ে ফেলে দেব সাগরের কিনারায়।
কথা ছিল সব সবুজ শুকিয়ে যাবার আগে
আগেই দেব অমৃতের সন্ধান।
শুধু তুমি এলেনা
সময় খুঁজেছে যে তোমায়। "
প্রিয়া, সেই দিনগুলো মনে পড়ে!! তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম রঙীন! চেয়েছিলাম সেই স্বপ্ন ছড়িয়ে দিতে। তুমি আমার হাতে হাত রেখে হারিয়ে যেতে সেই নীলে! কথা দিয়েছিলাম তোমায়, তুমিও আমাকে।
বদলে দেব সব। প্রেমের শুরু হবে তোমাকে আমাকে নিয়ে। রোমিও জুলিয়েট হয়ে যাবে মিথ্যা। কিন্তু কেন এলেনা প্রিয়া?
"কথাছিল ছিল একদিন তুমি আমি কোলকাতা চষে
বুনে দেব বীজ কৃষ্ণচুঁড়ার,
কথা ছিল একদিন সারাদিন প্রজাপতি ধরে
রঙ ছড়িয়ে দেব শহরের বুকে
কথা ছিল বদলিয়ে দেব "কিড পার্ক স্ট্রীট"এর রাত
বদলিয়ে দেব আজকের কবিতা।
শুধু তুমি এলেনা
সময় খুঁজেছে যে তোমায়।
"
প্রিয়া আমার প্রতি মুহুর্তে ছিলে তুমি। কি ছিল না আমাদের প্রতিশ্রুতিতে! সব, হ্যাঁ সব আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে সময় লাগতো আমার এক মুহুর্ত। শুধু তোমার সঙ্গ ছিল আমার আকাঙ্খা। তবু তুমি এলেনা কেন প্রিয়া!
শুধু তুমি এলেনা
(রেটিং দিয়েন না, এইটা ভদকীয় ফ্লাডিং)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।