বসে পড়ি অনেকটা ক্লান্ত হয়েই । এসেছি এর আগেও এখানে,
তখন এমন খন্ডপথ ছিল না। যারা বসে থাকতো মাটির প্রদীপ
হাতে নিয়ে , তারা সবাই গাইতো হেমন্ত উৎসবের গান।ফসলের
ঘ্রাণ বুকে নিয়মিত করতো প্রত্নচর্চা। একসময় আদিম কস্তুরীর
খোঁজে তারা পুড়াতো হলুদ মৃগনাভি।তবে তারা সবাই যে আদিম
ছিল , তা আমার মনে হয়নি কখনো। বরং নির্ধারিত নক্ষত্রের সাথে
বাস খুঁজে পেতে এরা ছিল প্রকাশের প্রথম প্রদেশ। সে সাক্ষী আমি
আজো দিতে পারি ,ছুঁয়ে প্রমত্ত পদ্মার কালো কেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।