আমাদের কথা খুঁজে নিন

   

হারানো দিনের কবিতা: মন পবনের নাও

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

ফেনিল সাগরে নারী, আঁচল উড়াও, আমার উতাল দিন, মন পবনের নাও। যখন নিড়ানী চলে বুকের ভেতরে, নিটোল আড়ং বসে সামান্য কিছু দুরে। অন্ধকারের দৃষ্টি ছুঁয়ে দাড়ানো এক রথ, শিশিরের কনা বুকে ভেজানো সে পথ। ভালো যদি নাই বাস, অন্য পথে যাও, আমার উতাল দিন, মন পবনের নাও। সহসা জাহাজ থামে অজানা বন্দরে, শেফালী নদীর তীরে, মেঘেরই অন্দরে।

তার সামান্য দুরেই, দোকানীর বাস, সেখানে হিসেব খাতা, নথি বারোমাস। বৈভবেই সুখ বেশী? সেখানেই যাও, আমার উতাল দিন, মন পবনের নাও। হিজল ছায়াতে নামে, মহুয়ার ঝড়, অচেনা মাটিতে গড়ে, বেলাভুমি, চর। সে চরেতে পলি জমে, সে চরেতেই বাস, জ্যমিতিক নিয়মের অন্যত্র আবাস। গানিতিক সুখ চাও, অন্য কোথাও যাও, আমার উতাল দিন, মন পবনের নাও।

তোমাকে রাখবো আমি, হৃদয়ে অন্তরে, তোমারই অলংকার আমি, তোমাকেই ঘিরে। সবুজ ঘাসের বুকে, রঙ্গীন চাদর, হাওয়ার বুকেতে বাঁশী, শরীরে ঝড়। ভাল যদি বাস, তবে হাতে তুলে নাও, আমার উতাল দিন, মন পবনের নাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.