আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হয়েও মানবিক হওয়া যায়

জেগেও যে ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।

রাস্তা দিয়ে আসতে আসতে মাত্র কয়েকশ গজের দূরত্বে দুই জায়গায় মানুষের ভিড় দেখে কৌতুহলী হলাম। সংসদ ভবন লাগোয়া দুই সাব জেলে দেশের এককালের দুই প্রতাপশালী নেতা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এবার বন্দি অবস্থায় ঈদ করছেন। জেলের বাইরে তাদের নেতা-কর্মীরা জড়ো হয়ে আছেন। কেউ কেউ হয়তো বন্দিদের দর্শন পাবেন।

অথচ গত ঈদের কথা স্মরণ করুন। দুই নেতা সরকারি ও দলীয় কার্যালয়ে কূটনীতিক থেকে শুরু করে শহরের এলিট সমাজকে সাক্ষাত্ দিয়েছেন। আজ যেমন তাদের বন্দিশালা থেকে সামান্য দূরত্বে গণভবনে প্রধান উপদেষ্টা জনাব ফখরুদ্দিন সাক্ষাত্ দিচ্ছেন। এ অবস্থা বাংলাদেশে কখনো হতে পারে কেউ কখনো ভেবেছিল? কিন্তু এটাই বাস্তব। শুধু দুই প্রতাপশালীই নন, খালেদা জিয়ার দুই ছেলে, গিয়াস মামুন, ব্যা হুদা, সাকাচৌ, জলিল, ওকা, সালমান, খন্দকার মোশাররফ, ফালু- মহাদুর্নীতিবাজ সব রাজনৈতিক ব্যবসায়ীরা এবারের ঈদে জেলের '‌সেমাই' খাচ্ছেন।

দেশ দুর্নীতিমুক্ত হোক আমরা সবাই চাই। বর্তমান সরকারের এই অসীম সাহসী কাজকে আমি সমর্থন করি। কিন্তু ঈদের এই উত্সবের দিনে দুর্নীতি না করেও জেলে দিন কাটাচ্ছেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে অভিযোগ সন্ত্রাস করা ও তাতে ইন্ধন জোগানো। অভিযোগ বিচ্ছিন্নভাবে দেখলে অসত্য মনে হবে না।

কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে দেখলে এতটা ঢালাও অভিযোগ আবার যথার্থ মনে হবে না। প্রধান উপদেষ্টা যেমন অন্য শ শ হাজার হাজার বিক্ষোভকারীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, আশা করেছিলাম তাদের ক্ষেত্রেও একই আচরণ করবে সরকার। আশা করেছিলাম ঈদের আগেই তারা অন্ততঃ জামিনে মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে উত্সব করার সুযোগ পাবেন। প্রচণ্ড আশাহত হয়েছি। জেলে দিন কাটাচ্ছে কার্টুনিস্ট আরিফও।

মৌলবাদী ধর্মব্যবসায়ীদের চাপে এই তরুণের জেলের যন্ত্রণার জীবনের কথা ভাবতেও কষ্ট লাগে। বাবা-মা-ভাই-বোনদের সঙ্গে এবার তার ঈদ করা হলো না! সরকার কোনো বিমূর্ত বস্তু নয়। সেখানে মানুষ থাকেন। তাদের মানবিক বোধবুদ্ধি একেবারের লোপ পেয়ে গেছে এমনটা মনে করি না। তারা পরিবর্তন আনবেন বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন।

অতীতের্ সরকারগুলোর মতো তাদের আচরণ হবে না বলে আমরা ভাবতে চাই। আমরা এই সরকারকে উদার, মানবিক, আন্তরিক দেখতে চাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হয়েও মানবিক হওয়া যায় এই সরকার তার প্রমাণ দিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.