আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিবাজদের সরকারি পদে থাকার অধিকার নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসা একটি মহৎ সেবাধর্মী পেশা। চিকিৎসকদের গ্রামে থেকে চিকিৎসা করতে হবে। হাসপাতালে উপস্থিত থাকতে হবে। দুর্নীতিবাজ আর ফাঁকিবাজদের সরকারি পদে থাকার কোন অধিকার নেই।

আজ শনিবার সিরাজগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা গ্রামে থেকে গরীব মানুষের সেবা দিন।

সরকারি পদে থাকতে হলে দেশের মানুষের সেবা করার মানষিকতা থাকতে হবে। দুর্নীতি করা যাবে না। কাজে ফাঁকি দেওয়া যাবে না। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, কোনো অন্যায় তদবির চলবে না। তদবিরবাজরা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী না।

গত ৫ বছরে সরকারের সাফল্যের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ সহজে স্বাস্থ্যসেবা পেতে শুরু করেছে। যদি কোনো মানুষ হাসপাতালে এসে সেবা না পাওয়ার অভিযোগ করে, তবে তা হবে খুবই দুর্ভাগ্যজনক। জনগণকে সেবা দিতে না পারলে সরকারের সব লক্ষ্য ও কার্যক্রম পণ্ড হবে। মানুষের সেবা পাওয়ার অধিকারের সঙ্গে কোনো দলবাজি নেই, রাজনীতি নেই। ’

এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ সদর হাসপাতাল ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ প্রকল্পের অধীনে অত্যাধুনিক সুযোগসুবিধাসম্পন্ন আটতলা ভবনের প্রথম পর্যায়ে ছয়তলা ভবনের নির্মাণকাজ ১৮ মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানা যায়। প্রকল্পটির নির্মাণব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.