যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
সারাদেশের রন্ধ্রেরন্ধ্রে যখন দুর্নীতি অবাধ যাতায়াত সেই ছোয়াচে রোগ থেকে কি আমরা কেউ মুক্ত ?? বুকে হাত রেখে বলা কঠিন !! সেই দুর্নীতির করাল গ্রাস থেকে কোনভাবেই কোন ব্যক্তি মুক্ত থাকাই যেখানে প্রশ্নসাপেক্ষ সেখানে কোন পেশাজীবি সে কামার-কুমার-তাতীঁ যে হোক না কেন সে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অবশ্যই দুর্নীতির সাথে সম্পৃক্ত ।
আমরা সে চুনোপুটিদের দুর্নীতি নিয়ে চিন্তিত নই , চিন্তিত রাঘব বোয়লদের নিয়ে । বিগত সরকারের ওপেন সিক্রেট দুর্নীতিধারী একটি মন্ত্রনালয় সমাজসেবা আরেকটি কৃষি ও শিল্প ।
এমনকি সেই মন্ত্রনালয়ের মন্ত্রিদের রদবদল ও ঘটেছিল জোট সরকারের শাসন আমলে । তাদের কারো নাম লিস্টে নেই । যেখানে অনেককে শুধু সন্দেহবশত ধরে রিমান্ডে নিয়ে তারপর মামলা হচ্ছে সেখানে তারা সকল কিছুর উর্দ্ধ্বে । তাই প্রশ্ন উঠছে ,দুর্নীতিবাজদের লিস্ট করতেও কি দুর্নীতি ??
এবং প্রশ্ন কি করে সেই দুর্নীতিবিরোধী অভিযান একটি বিশেষ সরকারী চাকুরেরা নিরপেক্ষ ভাবে পরিচালনা করবে ?? সেই প্রশ্ন অবান্তর । ইতিহাসে বারে বারে যাদের খলনায়কের সাক্ষ্য দেয় তাদের কাছ থেকে আমরা খুব বেশী নিরপেক্ষতা আশা করি না ।
তবে তাদের কাছ থেকে যুদ্ধাপরাধী ,দেশের মৌলবাদের আশ্রয়দাতা এবং তাদের ধারক বাহকদের রক্ষা করার অপচেষ্টা আমাদের খুবই বিস্মিত করছে !! আমরা নিরপেক্ষতা চাইনি ,তারা নিজেদের দেশপ্রেমিক দাবী করে সেই দাবীর শুধু যথার্থতা দেখতে চেয়েছিলাম । তবে কি স্বাধীনতাবিরোধীদের রক্ষা করাই দেশপ্রেম ?? তবে স্বাভাবি প্রশ্ন আসে কোন..........??
সে প্রশ্ন করবো না । তা অবান্তর এবং সে প্রশ্ন করা আমাদের অধিকারের আওতায় পড়ে কি ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।