আমাদের কথা খুঁজে নিন

   

ঐক্য

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ঐক্যগুলো এত সহসাই কল্পিত বাহাসের মত গলে গলে পড়ে দিগন্তের অনুপ্রাসে যেন জোরে জোরে নি:শ্বাস নেয়া ছেঁড়া অর্থকড়িগুলো শেষ ব্যবহার্যতার আকাংখায় ঢুকে পড়ে মানিব্যাগের চোরাগলিতে এখানেও একটা ঐক্য রয়েছে তাই সাদাকালো নোটের পিঠাপিঠি সংসার কবি কর্পোরেট এবং আম জনতা প্রতিক্ষণে দিয়ে যায় বয়ান.... কিছু কিছু মুহূর্তিক উপলব্ধির তাৎক্ষণিক ছুরির শান কিছু আজানু লম্বিত স্তনের মান সম্মান আমার আকাংখী চোখ এখানেও খুঁজে ফেরে ঐক্য; ফার্মগেটের বোরখা বুক, আর উদ্ভিন্ন সচল পোষ্টার কাঁপন জাগায় কোমরে নাভীতে আমি পর্ণোতে খুঁজে পাই আধেক মিল আর অনেকখানি মহব্বত জুড়ে উভকামী সুখ শীর্ষে চক্কর দেয় খোঁচামারা নাগরিক চিল জগতের সকল বাউল যখন চলে এসেছে ফতুয়া আর জিন্সের দড়িতে তখন আমি একলাই খুঁজি ঐক্য ঐ নির্বান্ধব পরাজাগতিক বাসটার পিছে কি অদ্ভুত!! ঠিক ওখানটাতেই উঁকি দেয় কিছু উদ্বাস্তু পোষ্টারের পাছা অসংখ্য ছিঁড়ে যাওয়া মুখের আড়ালে আমার ঐক্যের নিভৃত বেঁচে থাকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।