- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
দুঃখ কড়া নেড়েছে একটু আগেই
ভাবনা সকল ভয় পেয়েছে
মাথার ভিতর ভীষণ এক যন্ত্রণা
স্বগৌরবে আবার ফিরেছে
আত্মগ্লানি বলে শব্দটা এখন মানসপটে।।
দুঃখ কড়া নেড়েছে একটু আগেই
শব্দটা অতিষ্ট করে তুলেছে
যন্ত্রণা ছড়িয়ে পড়েছে পুরো ঘরেই
সহ্যের সীমা পথ হারিয়েছে
আত্মগ্লানির আগুন জ্বলছে মানসপটে।।
আজ রাতে আমি লিখতে চেয়েছিলাম সবচেয়ে করুণ পংক্তিগুলো।
আজ রাতে আমি লিখতে চেয়েছিলাম সবচেয়ে বিষণ্ন পংক্তিগুলো।
এতো যন্ত্রণায়ও অন্ত্যমিল সাজাতে চাই
অযথা হীন আমি কাব্যগুণ খুঁজে বেড়াই!
২৯ সেপ্টেম্বর ২০০৭
রাত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।