আমাদের কথা খুঁজে নিন

   

জারজ কাহিনী....



বিয়ের আগে ই সন্তান জন্ম দিলে ঐ সন্তান কে বলা হয় জারজ সন্তান, তেমনি নির্বাচনের আগে ই ১৫৪ জন বলদ সাংসদ নির্বাচিত হওয়ায় তাদের কে এর চেয়ে ভাল বলা যায় না । আর আসন্ন তামাশার নির্বাচনে যারা জয়ী হয়ে আসবে তাদেরকে কি বলা হবে ? মা এর স্বাস্থ্য খারাপ থাকলে যেমন বিকালঙ্গ সন্তান জন্ম দেয় তেমনি তাদের কে ও বিকালঙ্গ সাংসদ বলা যায়..............বি এন পি -আওয়ামীলীগ তাদের রাজনীতি জনগনের জন্য নয়, তাদের রাজনীতি স্বার্থের জন্য । আমাদের দরকার ছিল মহাথির মোহাম্মদ টাইপ এর নেতা । কিন্তু এই নেতা কোথায় পাব ? ঐ নেতা হাই পাওয়ার এর চ শ মা দিয়েও খুজে পাব না । পাইলেও কি ভোট দিব ? আমাদের ঝুঁকতে হয় মন্দের ভালর দিকে , আর এই মুহূর্তে মন্দের ভাল টা হল বিএনপি ।

কেননা আওয়ামী সরকার নির্বাচন নিয়ে এমনি তামাশা করেছে গনতন্তের গ্রীক জনক রা যদি বেঁচে থাকতো নির্ঘাত হার্ট ফেইল করত । এমন নির্বাচন বিহীন নির্বাচনের ঘটনা বিশ্বে বিরল । এই তামাশা ১৯৯৬ এর ১৫ ই ফেব্রুয়ারি র তামাশা কেও ছাড়িয়ে গেছে । এমন তাবেদার জগা খি চু রি মার্কা ইলেকশন কমিশন ও বিশ্বের ইতিহাসে বিরল......... কি বলব আর ? যাদের একটু বিবেক আছে তারা যদি দেশ টা কে নিয়ে একটু ভাবে হতাশা ছাড়া আর কিছু ই পাবে না । আমরা হতভাগা আমরা কি নির্লজ্জ বেহায়া ও নই ? আমরা ইতো তাদের তৈরি করেছি ।

আমরা চলি হুজুগে । যুক্তিতে নয় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.