আমাদের কথা খুঁজে নিন

   

খোকা ঘুমায় - পাড়া জুড়ায় -গল্প ফুরায়

নিশাচর প্রতিটি শব্দের বিপরীত নৈঃশব্দের কোলাহলে, আলোকিত অন্ধকারে অনন্তর ফুটে চলে কামনার ফুল। নগর থেকে নগরের দেয়াল জুড়ে আঁকা শুধু পতনের স্লোগান! সময়ের পলেস্তেরা থেকে বিদ্রোহটুকু খসে পড়লেও, প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে কিছু দেয়াল;- অটল । যার ওপাশে, আমাদের বাসনারা হাহাকারের ঐকতানে উৎসবে মাতে। পলকগুলো ক্রমশ বোবা জগদ্দল ভারী হয়ে আসার জলজ বিষাদে, চোখেরাও চেয়ে বসে ছুটি একদিন। যে চোখে এক কবুতরের স্বপ্ন ছিল, হরিনীর মাদকতা ছিল, মৃগনাভির সুবাস ছিল, ঘন কালো মেঘের বৃষ্টি নামলে ;- শিরোনামহীন অনুভুতিরা এসে গাইত শোকবিধুর মার্সিয়া। সব পাখি গান গায়না,সব সত্য সূর্য নয়, সব জীবনের মানে থাকেনা, তবুও নিরর্থক অর্থময়তার প্রহর ফুরালে, বেলা শেষের ভোরে বেজে ওঠে সন্ধিপ্রকাশ সাঁনাই। রক্তমাংসের চলমান সজীব গল্পগুলো, ছোট গল্পের মত হঠাৎ থমকে দাঁড়ায় এসে কোন বাঁকে;- শেষ না হয়েও শেষ হয়ে যায় - অতঃপর খোকা ঘুমায় - পাড়া জুড়ায় - গল্প ফুরায় ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।