জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি
আমরা তাকে অনেকটা ফাইজলামী করেই ডাকতাম ভাতিজা সুমন। শেষমেষ তার নামই রয়ে গেল ভাতিজা সুমন হিসাবে। ব্যাপারটা হচ্ছে সে হারিয়ে গেছে। হারানো বলাটাও বেশ জটিল । মোটকথা তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না ।
আমরা সবাই জানি সে মেলবোর্ন আছে । বেচেঁ আছে শুধু এটুকুই জানি। আপনারা যদি তার কোন খবর জানেন তবে জানালে বাধিত হবো। আমার মনে হয় এই ব্লগে অনেক প্রবাসী এসে আড্ডা মারেন। যদি মেলবোর্ন থেকে কেউ আসেন তাইলেতো কথাই নাই।
আমার ব্লগ নীচে দিলাম। দয়া করে কেউ জানাবেন - এই আশায়।
http://sydneyrdinkal.blogspot.com/
http://mnalamfarid.wordpress.com/
http://mnalamfarid.blogspot.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।