হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার দৃষ্টি আকর্ষন করে জানতে চাই, আমি কয়েক দিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম। সেই পোষ্টে আপনার মন্তব্য ছিল ” জামাতি পোষ্ট কবে থেকে দিবেন ? ” যেটা দেখে আমি পুরোপুরি আশ্চর্য হয়েছি। আপনার মন্তব্যটি পড়ে মনে হয়েছে আপনি সেই ধরনের তথাকথিত মুক্তমনা-প্রগতিশীল, যারা অন্যের সম্পর্কে কুট ধারনা পোষন করে সমাজের কাছে নিজে কে কঠিন দেশ প্রেমিক, জাতীয়তাবাদ সম্পন্ন মহা মানব হিসাবে পরিচয় দেয়।
আপনাকে একটা অনুরোধ, আমার কোন ব্লগ পোষ্ট গুলো জামাতি ব্লগ তা জানালে বাধিত হব।
অবশেষে, দুঃখ প্রকাশ করছি এ ধরনের একটা পোষ্ট করে আপনার দৃষ্টি আকর্ষন করার জন্য।
নিবেদক
ঝড়ো হাওয়া।
[একজন মাকাল ব্লগার]
পোষ্ট শিরোনাম : ব্লগ লিখছি না মাস খানেক হল
লিংক : [ইংলিশ] যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/লযড়ৎড়যড়ধি/২৮৭২৯০১৭ [/ইংলিশ]
তারিখ : ০২/০৯/২০০৭ইং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।