আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান্ড



একটু আগে হমপগর এর একটি পোষ্ট পড়লাম। ডিজুস রকস্টার নিয়ে লেখা। পাওয়ার সাজ' সেরা ব্যান্ড হওয়ার ঘটনা হমপগর এর ভাল লাগেনি হয়ত। আমি এই ব্যাপারটায় যেটা মনে করি, সেটা হল এই ধরনের রিয়েলিটি শো তে খুব একটা পাবলিক অপিনিয়ন রিফ্লেকটেড হয়না। আমার নিজের যেমন রেডিও একটিভ এর গান "যদি কখনো" অদ্ভূত সুন্দর লেগেছে, ভাল লেগেছে ভোকাল ছেলেটার গাওয়ার ধরণ, টোটাল মিউজিক কম্পোজিশান, কিন্তু আমি নিজে এবং আমার বন্ধুরা বা কলিগরা কেউ ভোট করেনি।

যদিও সবাই বলেছে রেডিও একটিভ এর গান ভালো লেগেছিলো ওদের। আমি শুনেছি যে একেকটা ব্যান্ড পোষ্টার ছাঁপিয়ে, ফোন কাড' বিলি করে, এবং আরো অনেক ভাবে ভোট নেয়ার চেষ্টা করেছে। যাই হোক অভিনন্দন পাওয়ার সাজ' কে। লিরিক এর কথা যদি বলতে হয় তবে আমি বলতে বাধ্য যে সতি্যই আমাদের এসব নতুন ব্যান্ড এর লিরিকস খুবই সাধারণ। তাঁদের মিউজিক কম্পোজিশান, বাজানো, অনেক ভাল হলেও লিরিকস নিয়ে তাঁদের দৈনতা ফুঁটে উঠেছে।

আমাদের নতুন প্রজন্মের কিছু ব্যান্ড বা অন্যান্য সলো কিছু গায়কের লিরিকস শুনলে আসলেই কষ্ট লাগে। তবে একথাও বলতে হবে মেঘদল, শিরোনামহীন, আধার, এসব ব্যন্ডের লিরিকস খুবই সমদ্ধ। বোঝাই যায় এই লিরিকস গুলির শ্রষ্টাদের পড়াশুনার পরিধি বেশ ভালো। অনেকেই বলেছেন আমাকে যে ভাল লিরিকস লিখতে হলে কি খুব পড়াশুনার দরকার আছে? আমি অবাক হই এই প্রশ্নটা শুনে, কারণ বেশি পড়ার কোন বিকল্প নাই। ব্ল্যাক, আট'সেল এসব ব্যান্ডের ও লিরিকস বেশ ভালো।

ব্ল্যাক এর একটি গান "অনেক অনেক মৃতু্যর পর.."। আমার অসাধারণ লেগেছে গানটির কথা। মেঘদলের এবং শিরোনামহীন এর কিছু গানের কথা শুনে আমি অবাক হই, এত ম্যাচুরিটি এদের!!!! যাইহোক, আমি মনে করি বাংলাদেশের ব্যান্ড সংগীত অনেক এগিয়েছে। এরকম অল্প বয়সী ছেলেরা কি সুন্দর নিজেরা নিজেরা একটা গান বানিয়ে ফেলছে, বাজাচ্ছে তো অসাধারণ। এই কথাটা আমি বলতে চাই যে যেমন গান গাক ইনস্ট্রুমেন্ট বাজানোতে প্রায় সবাই দক্ষ।

অসাধারণ বাজায় সবাই। লিরিকস এর দুব'লতা কাঁটিয়ে উঠতে পারলেই ব্যান্ডগুলি আরো আরো ভাল করবে। শুভ কামনা ওদের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.