আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান্ড গড়বেন সালমা

গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমা জানান, সংগীতে তার নিজস্ব ভাবনাকে ছড়িয়ে দিতে সমমনা বন্ধুদের নিয়ে এই ব্যান্ড গড়বেন তিনি। শুধু ফোক গান নয়, বাংলা আধুনিক গানে নতুনত্ব আনতে চান সালমা।
সালমা গ্লিটজকে বলেন, “বিভিন্ন স্টেজ শো ও লাইভ প্রোগ্রামগুলোতে আমার গানের সঙ্গে বিভিন্ন আর্টিস্ট সঙ্গত করেন। মূল প্রোগ্রামের আগে তাদের সঙ্গে প্র্যাকটিস করতে হয়। এতে আমার অনেক সময় নষ্ট হয়।

তাই এবার ঠিক করেছি, নিজেই একটা ব্যান্ড গড়ব। নিজেদের গানের সঙ্গে নিজেরা বাজাব। গান লেখা, সুর করা সব নিজেরাই করতে পারব। ”
কবে নাগাদ এই ব্যান্ড গড়বেন আর কারা থাকছেন এই দলে-- এ প্রশ্নের জবাবে সালমা জানালেন, সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই সালমা ফেইসবুকে অফিসিয়াল ফ্যান পেইজ খুলবেন।

সালমার দলে যুক্ত হতে চাইলে সেখানেই যোগাযোগ করতে পারবেন ভক্তরা। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে সালমা তার মূল দল ঘোষণা করবেন।
সালমা তার একক অ্যালবামের কাজ শুরু করেছেন। নাম ঠিক না হওয়া এ অ্যালবামে ভিন্ন ধাঁচের দশটি গান থাকবে। এ অ্যালবামের গানগুলো লিখেছেন কবির বকুল, এ. মিজান, ইমন।

সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, প্রিন্স মাহমুদ, এফ.এ.সুমন। সালমা জানালেন, কবির বকুলের ‘তোর পরশে তৃষ্ণা মিটে’ শিরোনামে একটি গানে মুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গানের মিউজিক ভিডিও নির্মিত হবে।
প্লে-ব্যাকেও সমান ব্যস্ততা সালমার। সালমা ‘হৃদয় বলে তুমি আমার’ শিরোনামে একটি সিনেমায় গান গেয়েছেন।


স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার সালমার। ঈদ উপলক্ষে ব্যস্ততাও বেড়েছে। দেড় বছর বয়সী মেয়ে ¯েœহাকে নিয়ে তার নানা পরিকল্পনা। তারকাখ্যাতির বাইরে এসে সালমা কাজ করবেন জনকল্যাণে। অ্যালবামের ব্যস্ততা শেষে তিনি ভর্তি হবেন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখেন সালমা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.