আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় অধ্যাপক ডাঃ নূরুল ইসলাম আর নেই!!! (ইন্নালিল্লাহ......)

জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম গতরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার বয়স হয়েছিলো ৮৮ বছর। অধ্যাপক নূরুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের জন্য মহান আল্লাহ তা‘আলার কাছে মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশিষ্ট এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। চট্টগ্রামের ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (ইউএসটিসি)’র প্রতিষ্ঠাতা ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউএসটিসির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা জাতীয় অধ্যাপকের ইন্তেকালের খবর নিশ্চিত করে জানান, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জলিতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান অধ্যাপক শামসুদ্দোহা।

প্রথিতযশা এই শিক্ষক চিকিৎসকের জন্মস্থান চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদপুর গ্রাম। তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম অধ্যাপক নূরুল ইসলাম মাদক ও ধূমপান বিরোধী অভিযানে দীর্ঘ নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে আসে দেশের চিকিৎসা, শিক্ষা ও বুদ্ধিজীবী মহলে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.