পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...
তারিখটা সেপ্টেম্বরের ৩।
অন্য দিনগুলোর মতই সাধারন, সকালে ( মানে ১১.৩০ ) ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম আলুভাজি এবং রুটি দিয়ে, দুপুরে বোধহয় খেলাম ভাত-মুরগী, বিকেলে নাস্তা হিসেবে নুডুলস, আর রাতে কি খেয়েছিলাম মনে নেই,
ও হ্যা, সন্ধ্যায় খেয়েছিলাম ব্লগ থেকে ব্যান।
একটা ভুল বোঝাবুঝির কারনে এটা হয়েছিলো, কয়দিন পরই আবার আমার ব্যান উঠিয়ে নেয়া হয়। কিন্তু হয়তো কোনো কারনে আর ব্লগিং করা হয়নি।
ব্লগে এখন আর আগের মতো ভালো লেখা পাইনা, খুব কষ্ট করে খুজে খুজে বের করতে হয়।
কতিপয় লোকের অযথা এক দু লাইনের পোস্ট, কিংবা টপে ওঠার চিন্তা নয়তো ব্যাক্তিগক আক্রমন, এসবই দেখছি বেশি।
ব্লগে সব ধরনের মানুষ থাকবে, এটা মেনে নেয়া ছাড়া আর কোন উপায় নেই।
তবে আমার এক ফ্রেন্ড কয়েকদিন আগে ব্লগে প্রথম সাইন ইন করলো, চেহারা দেখে বুঝলাম একটু হতাশ। তারপর সে এমন এক কথা বললো, যেটা আমার খুব মনে ধরলো।
সে বলেছিলো ' দেশের খুব জনপ্রিয় পত্রিকায় যদি তার পাঠকদের পাঠানো সব লেখা ছাপানো হয়, কোন রকম এডিটিং করা না হয়, তাহলে পত্রিকাটির মান একবারেই কমে যেতে বাধ্য, সামহোয়ার ইন ব্লগের অবস্থাও বোধহয় অনেকটা তেমনি।
'
- তাই তো , এরকমটাই তো হবার কথা !!
থাক, আমি আবার ফিরে এলাম, আবার পোস্ট ছাড়বো,জোকস দিবো, আমার আকা কার্টুন দিবো, পোস্ট পড়বো, কমেন্ট দিবো, রেটিং দিবো, নোংরা গালাগালিতে অংশ নিবো .....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।