সিরিয়া সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে সরাসরি যুক্তরাষ্ট্রের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রবন্ধে গতকাল বুধবার পুতিন সতর্ক করে বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আক্রমণ নতুন সন্ত্রাসবাদের জন্ম দেবে।
তিনি বলেন, লাখ লাখ মানুষ দেখছে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের মডেল নয়, বরং তারা নির্মম বলপ্রয়োগের ওপর নির্ভর করে।
নিউইয়র্ক টাইমসের প্রবন্ধে পুতিন বলেছেন, সিরিয়া সংকটের কারণে আমি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি কথা বলছি।
তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘের ভাগ্য তার পূর্বসুরী লিগ অব ন্যাশনসের মতো হতে পারে, যদি প্রভাবশালী দেশগুলো জাতিসংঘকে পরোয়া না করে এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া সামরিক উদ্যোগ নেয়।
রুশ প্রেসিডেন্ট লেখেন, বহু দেশ, পোপসহ অনেক রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের বিরোধিতার পরও সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় আরো নিরাপরাধ মানুষ মারা পড়বে। সিরিয়ার সীমান্তের বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।