মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
খিলাফত হচ্ছে রাষ্ট্রে শরীয়াহ্ বাস্তবায়ন। খিলাফত বা ইসলামিক রাষ্ট্রে মুসলমানদের মধ্য থেকে একজন ইমাম বা খলিফা নির্বাচিত হয়। তিনি আল্লাহর কিতাব ও রাসূল (সাঃ)-এর সুন্নাহ দ্বারা রাষ্ট্র শাসন করেন। ইসলামিক রাষ্ট্র হলেই তা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, কারণ ইসলাম বিধর্মীদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ।
হযরত মুহাম্মদ (সাঃ) মদিনায় প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে ১৯২৪ সালে বৃটেন ও কামাল আতার্তুকের হাতে পতন হওয়া পর্যন্ত ১৩শ' বছরেরও বেশি সময় পৃথিবীতে খিলাফত টিকে ছিল।
খিলাফত ধ্বংসের মধ্য দিয়ে মুসলিম জাতি ৫০টিরও অধিক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে এবং নিজেদের বিষয়গুলো সমধান করার কর্তৃপক্ষকেও হারিয়ে ফেলে। এই খিলাফত ধ্বংসের মূল কারণ ছিল ইসলাম বুঝতে মুসলমানদের দুর্বলতা, দায়িত্বহীনতা ও অলসতা। ফলে এখন মুসলমানরা ভোগ করছে অমুসলিমদের শোষণ, নির্যাতন ও আগ্রাসন। অথচ প্রতিবাদ করার কেউ নেই। কারণ নেই একতা, নেই খলিফা, নেই খিলাফত।
কিন্তু সম্প্রতি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুসলমানরা জাগতে শুরু করেছে। তাদের মনে পড়েছে ঈমান আনার পর একজন মুসলমানের ফরজ কাজ খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা। তাই গত ২৮ রজব খিলাফত পতন দিবসে সমগ্র বিশ্বের সচেতন মুসলমানরা উচ্চারণ করেছে খিলাফত পুনঃ প্রতিষ্ঠার বাণী। বিশেষত মুসলিম শীর্ষ দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আন্তর্জাতিক খিলাফাত কনফারেন্সে প্রায় ১ লাখ নর-নারীর জমায়াতকে অনেকেই মনে করছেন খিলাফাত ফিরে আসার সুনিদর্শন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।