আমাদের কথা খুঁজে নিন

   

হাজীরা আল্লাহর মেহমান

হাজীরা হক করেন আল্লাহর মেহমান হিসেবে। আল্লাহর মেহমান হওয়া বান্দার জন্য এক বিরাট গৌরবের বিষয়। পবিত্র হজ হলো মহান আল্লাহর পক্ষ থেকে এমন একটি হুকুম, যা আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যের অধিকারী প্রতিটি মুসলমানের জন্য ফরজ। হজের মাধ্যমে আল্লাহ বান্দাকে তার কৃত গুনাহ থেকে মাফ করে দেন। বুখারি ও মুসলিম শরিফের হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে হজ করেছে এবং যে ওই সময়ে কোনো অশ্লীল কথা বলেনি বা কোনো অশ্লীল কাজ করেনি, সে হজ থেকে ফিরে আসে সেদিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছিল।' প্রতিটি মানুষ জন্ম নেয় নিষ্পাপভাবে। যাপিত জীবনে শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহ করে। কিন্তু কেউ যদি সহিভাবে হজ করে তবে সে তার অতীত গুনাহ মাফ পায়। আল্লাহ নিবেদিতপ্রাণ প্রতিটি বান্দার হজ কবুল করেন।

হজ কারোর ওপর ফরজ হলে- অর্থাৎ কেউ হজের জন্য আর্থিকভাবে সামর্থ্যবান হলে এবং তার শারীরিক সামর্থ্য থাকলে তার উচিত যথা দ্রুত এই ফরজ ইবাদত সম্পন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি হজের নিয়ত করল, সে যেন (হজ পালনে) তাড়াতাড়ি করে। (আবু দাউদ, দারেমি)

হজ করতে গিয়ে কেউ মৃত্যুবরণ করলে আল্লাহ তার হজ কবুল করে নেন। হজ না করেও তিনি হজের পরিপূর্ণ সওয়াব লাভ করেন। কারণ আল্লাহ বান্দার নিবেদিতপ্রাণ মনোভাবকে মূল্যায়ন করেন। বান্দা হজের নিয়তে যখন ঘর থেকে বের হন তখন তিনি একাগ্র চিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাত্রা শুরু করেন। হায়াত না থাকার কারণে কিংবা কোনো বিপদে পড়ার কারণে তার পক্ষে হজ করা সম্ভব হয় না। কিন্তু দয়ালু আল্লাহ তাকে সওয়ার থেকে বঞ্চিত করেন না। হাদিসে হজযাত্রীদের এক সুমহান মর্যাদা দেওয়া হয়েছে। হাজীদের অভিহিত করা হয়েছে আল্লাহর পথের যাত্রী হিসেবে। আল্লাহ হাজীদের সুউচ্চ মর্যাদায় অভিষিক্ত করেছেন। হাজীরা শুধু নিজের জন্য নয়, অন্য মুমিন ভাইয়ের জন্যও যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাদের দোয়াকে বিশেষ গুরুত্ব দেন। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো হাজীর দেখা পাবে তাকে সালাম দেবে, মুসাফাহা করবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন আল্লাহর ঘরে প্রবেশের আগে তোমার জন্য আল্লাহর কাছে মাফ চান। কারণ হাজী হলো গুনাহ থেকে পবিত্র ব্যক্তি। (মুসনাদে আহমদ)

লেখক : ইসলামী গবেষক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.