আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে হামলায় বিএনপি জামায়াত হেফাজত দায়ী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে তার কণ্ঠরোধ করা যাবে না। তিনি লন্ডনে তার ওপর দুই যুবকের হামলাচেষ্টার পেছনে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও বিএনপিকে দায়ী করেন। যুক্তরাজ্য সফর শেষে গতকাল সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, লন্ডনের ওই ঘটনা একটি 'পলিটিক্যাল অ্যাটাক'। জামায়াত, জঙ্গিবাদ, তেঁতুল হুজুর ও তাদের দোসর বিএনপিচক্র এ হামলা চালিয়েছে বলে আমি মনে করি। লন্ডনে আমার কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রু নেই। এটি পুরোপুরি একটি সন্ত্রাসী হামলা। তিনি আরও বলেন, এই ঘটনা গণমাধ্যমের ওপরও হামলা। কারণ যারাই আক্রমণটি করেছে, তারা গণতন্ত্র, ভিন্নমত ও আইনের শাসনের ধার ধারে না। এই চক্রটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

ইনু বলেন, হামলাকারীরা শীঘ্রই ধরা পড়বে। এটিএন বাংলার সিসি ক্যামেরায় হামলাকারীদের ফুটেজ রয়েছে। লন্ডন পুলিশ বিষয়টি তদন্ত করছে। দ্রুতই তাদের রাজনৈতিক পরিচয় জানা যাবে। হামলাকারীরা বাংলাভাষী বলেও জানান মন্ত্রী। এদিকে মন্ত্রীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনের আগে টার্মিনালের বাইরে জাসদ নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

এ সময় তথ্যমন্ত্রী জাতীয় সম্প্রচার নীতমালা নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন হলে তা ইলেকট্রনিক সংবাদমাধ্যমের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। নীতিমালা না থাকায় অনেক সময়ই বেতার ও টেলিভিশনগুলোকে সরকার ও রাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়াতে দেখা যায়। এতে এক ধরনের ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়। তাই প্রস্তাবিত নীতিমালার বাস্তবায়ন হলে তা যেমন ইলেকট্রনিক গণমাধ্যমের রক্ষাকবচ হিসেবে কাজ করবে, একই সঙ্গে এর প্রচার এবং প্রসারেও ভূমিকা রাখবে। এটি গণমাধ্যমের 'বিভক্তি' দূর করতেও সহায়ক হবে।

ইনু বলেন, শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়েই নীতিমালার খসড়া করা হয়েছে। সবার মতামত নেওয়ার জন্য এখন এটি ওয়েবসাইটে দেওয়া আছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে নীতিমালাটি চূড়াস্ত হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, নামকরা গণমাধ্যম-ব্যক্তিত্বদের দিয়েই এই খসড়া করা হয়েছে। এখানে সরকারের পক্ষ থেকে মাত্র একজন ছিলেন। সর্বসাধারণের মতামত নেওয়ার জন্য খসড়াটি ওয়েবসাইটে দেওয়া আছে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আকতার, ইন্দুনন্দন দত্ত, সাংগঠনিক সম্পাদক নুরুল আকতার, ঢাকা মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক মীর হোসাইন আখতার প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.