ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় থানা, ওয়ার্ড ও ইউনিয়নের কাউন্সিলের তারিখ ঘোষণা নিয়ে হট্টগোল-হাতাহাতি হয়েছে। কয়েকজন নেতা এ সময় বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সভায় নগরীর ৪৯টি থানা, ১০৩টি ওয়ার্ড ও ১৭টি ইউনিয়নের কাউন্সিল এ মাসের মধ্যেই শেষ করার তাগিদ দেওয়া হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন পল্লবী থানার কাউন্সিলের তারিখ ঘোষণা করতে গেলে হট্টগোল শুরু হয়। তার বক্তব্যের সময় পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ বেশ কয়েকজন নেতা চিৎকার করে বলেন, 'মকবুল কাউন্সিলের তারিখ নির্ধারণের কে?' নেতা-কর্মীদের মধ্যে এ সময় হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, 'মহানগর আওয়ামী লীগে কোনো গ্রুপিং চলবে না। নেতা হওয়ার আগে বিবেচনা করতে হবে যোগ্যতা আছে কিনা।' মায়া বলেন, 'মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দ্রুত কাউন্সিল শেষ করতে হবে। ত্যাগী ও যোগ্য নেতাদের কমিটিতে টানা হবে। যারা দলের দুর্দিনে আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের মূল্যায়ন করা হবে।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।