আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় পানির জন্য হাহাকার

গরমের শুরুতেই খুলনা মহানগরজুড়ে চরম পানি সংকট দেখা দিয়েছে। খাবার পানিসহ নিত্য ব্যবহার্য কাজে পানি পাচ্ছে না নগরবাসী। গভীর নলকূপ থেকে পানি উঠছে না। ওয়াসার পানিতেও পাওয়া যাচ্ছে ময়লা। গত দুই সপ্তাহ ধরেই চলছে এ সংকটাবস্থা।

বিশ্লেষকরা বলছেন, পানির অপরিমিত ব্যবহার এবং মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয়ই বর্তমান পানি সংকটের অন্যতম কারণ। এখনই সচেতন না হলে ভবিষ্যতে এ অবস্থা চরম আকার ধারণ করবে। জানা গেছে, খুলনা ওয়াসা থেকে পানির সরবরাহ লাইন ফেটে যাওয়ায় নগরীর বাইতিপাড়া, বেণীবাবু রোড, মতি মসজিদ রোড, ছোট মির্জাপুর ও শামসুর রহমান রোডের শতাধিক বাড়িতে কোন পানি নেই। পাইপ দিয়ে ময়লা ও নোংরা পানি উঠছে বলেও জানান বাড়ির মালিকরা। পানি নেই খুলনা প্রেসক্লাবেও। এখানকার নিজস্ব গভীর নলকূপেও গত দুই দিন ধরে পানি উঠছে না। বেসরকারি সংস্থা অ্যাওসেড ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী, খুলনা সিটি করপোরেশনের ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৭, ১০, ১১, ১২, ১৪, ১৫, ১৭, ১৯, ২১, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ড এলাকায় পানির স্তর বর্তমানে গড়ে প্রায় ২৫ ফুট নিচে নেমে গেছে। ফলে এসব এলাকার গভীর নলকূপে পানি উঠছে না। ফলে এখানকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন।

নগরীর বেণীবাবু রোডের বাসিন্দা আবুল মনসুর বলেন, পানির জন্য তার পরিবারের সদস্যরা গত দুই দিন গোসল করতে পারেনি। খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, নগরীতে গড়ে পানির চাহিদা রয়েছে ২৪০ মিলিয়ন লিটার। খুলনা ওয়াসা ২৫০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করছে ১১২ মিলিয়ন লিটার।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.