আমাদের কথা খুঁজে নিন

   

মাজার অতি লাভজনক এক ব্যবসার নাম- ৫

বন্ধ জানালা, খোলা কপাট !

এইভাবে কবরে শায়ীত ল্যাংটা বাবাকে সেজদা করে মিনিট কয় পড়ে থাকলেন মোকাব্বর মুন্সি । বাবার প্রতি হাজার-কুটি কৃতজ্ঞতা প্রকাশের এ-এক ক্ষুদ্র প্রয়াস । ল্যাংটা বাবার স্রষ্টা,মোকাব্বর মুন্সির স্রষ্টা এবং তামাম সৃষ্টি জগতের স্রষ্টাকেই যে একমাত্র সেজদা করার কথা,বোধকরি মুহূর্তের জন্য বাবার পেয়ারে (বাবার উসিলায় অর্জিত অর্থের পেয়ারে ) তা বেমালুম ভুলে গেলেন,মোকাব্বর মুন্সি ! কোনো দুর্জন যেন আর কোনমতে বাবার ক্ষতি করতে না পারে, সেজন্যে এইবার জটাধারী এক খাদেম বাবার শয্যার কাছাকাছিই আবাস গাড়লেন ! রাত-দিন তিনি বাবাকে পাহারা দেন ! দূর-দূরান্ত হতে আসা ভক্তকূলের হাদিয়া কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেন ।'কেহ চাহিবা মাত্র' পানি পড়া দেন,তাবিজ-কবজ দেন (এইখানে ব্যবসার আরেকখানা শাখা প্রসারিত হইলো !) ইতোমধ্যে আচ্ছামতে জ্বিন-ভূত তাড়ানেওয়ালা হিসেবে জটাধারী খাদেমের সুনাম চারিদিক ! এতসবের বিনিময়ে তিনি কিঞ্চিত 'হাদিয়া' গ্রহণে প‌্রীত হন ! ল্যাংটা বাবার মাজারের এখন জমজমাট অবস্থা ! প্রতি বৃহস্প্রতিবার সেখানে হালকায়ে জিকির বসে । দূর-দূরান্তের ভক্তকূল হালকায়ে জিকিরে যোগ দিয়ে এবং দু'চার টাকা বাবার তরে উত্তসর্গ করে নিজেদের ধন্য করেন ! আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মোকাব্বর মুন্সির অবস্থা কি ? অবস্থা মাশাআল্লাহ ! টিনের ঘর ভেঙ্গে তিনি একখানা দ্বিতল দালান তুলেছেন,আপনাদের দোয়ার বরকতে ! আরো চমকপ্রদ খবর,-১৭ বছরের নাতনীসম এক যুবতীকে বগলধাবা করে ইদানীং তাকে বৈকালিক হন্টনে দেখা যায় । যুবতী তেনার দ্বীতিয় ঘর বলে শোনা যায় । বড়বিবি উপরতলায় এবং নীচতলায় তাজা বিবিকে নিয়ে মোকাব্বর মুন্সির বসবাস ! "অতঃপর তাহারা সুখে দিনাতিপাত করিতে লাগিল...!" চলবে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.